মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদের নাটক পরিচালনায় সুবর্ণা

fileবদরুল আনাম সৌদ রচিত নাটক পরিচালনা করেছেন সুবর্ণা মুস্তফা। নাম সম্পর্ক। সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। অভিনয় করেছেন- ত্রপা মজুমদার, নিশো, অর্নিশা গুহ প্রমুখ। নাটক পরিচালনা প্রসঙ্গে সুবর্ণা বলেন, ‘সৌদ নাটকটি লেখার পর আমি বেশ কয়েকবার পড়েছি। এতে নাটকটির অবয়ব আমার চোখের সামনে ভাসতে থাকে। মনে হয়েছে, এর বাস্তব রূপ দেয়ার জন্য আমারই পরিচালনা করা দরকার। এরই মধ্যে শুটিং সম্পন্ন করেছি। সবার সহযোগিতাও পেয়েছি। এখন দর্শক ভালোভাবে নিলেই হলো।’ ঈদ উপলক্ষে নাটকটি এসএ টিভিতে প্রচার হবে। সুবর্ণা বলেন, ‘এর আগে সৌদের রচনা ও পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছি। তখন যতটা রিলাক্স মনে হতো এবার সে রকমটি হয়নি। পরিচালনা অনেক বড় একটি দায়িত্ব, নাটকের সেটে সবার অভিভাবক হতে হয়। শুটিংয়ের পুরোটা সময় টেনশনে ছিলাম। এখন এডিটিং চলছে। প্রচারের সময় নাটকটি সবাইকে আকৃষ্ট করতে পারবে বলে আমার বিশ্বাস।’
ভালো গল্প পেলে এখন থেকে নিয়মিত নাটক পরিচালনা করবেন গুণী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘অভিনয়ের মধ্যে যেমন নিজের স্বকীয়তা প্রকাশের সুযোগ থাকে পরিচালনার মধ্যেও তেমনি সৃজনের ক্ষেত্র রয়েছে। ভালো গল্প পেলে এই জায়গাটিতে নিয়মিত বিচরণ করতে চাই।’ 
এর বাইরে সুবর্ণা অবাক জোছনা শিরোনামে একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। অঞ্জন আইচ পরিচালিত এ টেলিছবিতে তাকে একজন লেখিকার ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া সুবর্ণা মুস্তাফা জল ফড়িংয়ের গানসহ কয়েকটি ধারাবাহিক নাটকেও নিয়মিত শুটিং করছেন। পাশাপাশি কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সাথে কথা চলছে। সব কিছু চূড়ান্ত হওয়ার পর তিনি ছবির নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। 
আসন্ন ঈদে এসএ টিভিতে বরেণ্য পাঁচজন নাট্যনির্দেশক পাঁচটি ভালো গল্পের নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাট্যনির্দেশকদের মধ্যে রয়েছেন- চয়নিকা চৌধুরী, নুজহাত আলভী আহমেদ, মাতিয়া বানু শুকু ও হৃদি হক।বদরুল আনাম সৌদ রচিত নাটক পরিচালনা করেছেন সুবর্ণা মুস্তফা। নাম সম্পর্ক। সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। অভিনয় করেছেন- ত্রপা মজুমদার, নিশো, অর্নিশা গুহ প্রমুখ। নাটক পরিচালনা প্রসঙ্গে সুবর্ণা বলেন, ‘সৌদ নাটকটি লেখার পর আমি বেশ কয়েকবার পড়েছি। এতে নাটকটির অবয়ব আমার চোখের সামনে ভাসতে থাকে। মনে হয়েছে, এর বাস্তব রূপ দেয়ার জন্য আমারই পরিচালনা করা দরকার। এরই মধ্যে শুটিং সম্পন্ন করেছি। সবার সহযোগিতাও পেয়েছি। এখন দর্শক ভালোভাবে নিলেই হলো।’ ঈদ উপলক্ষে নাটকটি এসএ টিভিতে প্রচার হবে। সুবর্ণা বলেন, ‘এর আগে সৌদের রচনা ও পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছি। তখন যতটা রিলাক্স মনে হতো এবার সে রকমটি হয়নি। পরিচালনা অনেক বড় একটি দায়িত্ব, নাটকের সেটে সবার অভিভাবক হতে হয়। শুটিংয়ের পুরোটা সময় টেনশনে ছিলাম। এখন এডিটিং চলছে। প্রচারের সময় নাটকটি সবাইকে আকৃষ্ট করতে পারবে বলে আমার বিশ্বাস।’
ভালো গল্প পেলে এখন থেকে নিয়মিত নাটক পরিচালনা করবেন গুণী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘অভিনয়ের মধ্যে যেমন নিজের স্বকীয়তা প্রকাশের সুযোগ থাকে পরিচালনার মধ্যেও তেমনি সৃজনের ক্ষেত্র রয়েছে। ভালো গল্প পেলে এই জায়গাটিতে নিয়মিত বিচরণ করতে চাই।’ 
এর বাইরে সুবর্ণা অবাক জোছনা শিরোনামে একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। অঞ্জন আইচ পরিচালিত এ টেলিছবিতে তাকে একজন লেখিকার ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া সুবর্ণা মুস্তাফা জল ফড়িংয়ের গানসহ কয়েকটি ধারাবাহিক নাটকেও নিয়মিত শুটিং করছেন। পাশাপাশি কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সাথে কথা চলছে। সব কিছু চূড়ান্ত হওয়ার পর তিনি ছবির নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। 
আসন্ন ঈদে এসএ টিভিতে বরেণ্য পাঁচজন নাট্যনির্দেশক পাঁচটি ভালো গল্পের নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাট্যনির্দেশকদের মধ্যে রয়েছেন- চয়নিকা চৌধুরী, নুজহাত আলভী আহমেদ, মাতিয়া বানু শুকু ও হৃদি হক।