মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই দেশে লঞ্চ ডুবি বন্ধ হবে : সুরন্জিত

IDEB01_959675678

আওয়ামীলীগ নেতা সুরন্জিত সেনগুপ্ত বলেছেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই দেশে লঞ্চডুবি বন্ধ হবে।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ ও চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় পদ্মা পাড়ে মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক। এতো বিজ্ঞান ও প্রযুক্তি থাকা সত্ত্বেও লঞ্চটি খুঁজে পাওয়া যায়নি। এটি সকলের জন্য ব্যর্থতা।

তিনি বলেন, এখন পর্যন্ত হাজার দেড়েক মানুষ লঞ্চডুবির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনা বন্ধ না হওয়ার পেছনে তিনি ফিটনেসবিহীন লঞ্চ চলাচলকে দায়ী করেন। মেরিটাইম কোর্টে প্রচুর মামলা রয়েছে। এগুলোর একটিরও বিচার হয় না।

অবিলম্বে পিনাক-৬ লঞ্চটি খুঁজে বের করার দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, এটা আমাদের আওয়ামী সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এজন্য আরো দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ফিটনেস বিহীন লঞ্চে ঘাটে ঘাটে লোক ওঠায়। তারপুর ডুবে যায়। আর ডুবে গিয়ে লোক মারা যায়। এটা কোনো কথা হলো?

– প্রিয় ডট কম