শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আজিম হত্যা মামলার প্রধান আসামী সানি হিজরা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে প্রবাসী আজিম তালুকদার হত্যা মামলার প্রধান আসামি সানি হিজড়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার উজানিসার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে অভিযুক্ত সানি হিজড়াকে গ্রেফতার করে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গনি মেম্বারের ভাড়া করা বাড়ী সানি হিজড়ার ঘর থেকে প্রবাসী আজিম তালুকদারের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আজিম সুলতানপুর দক্ষিণপাড়ার রহিছ তালুকদারের ছেলে। আজিম গত ২৫ ডিসেম্ব সন্ধ্যায় দুই লাখ টাকা নিযে জেলার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় সৌদি আরবের ভিসার জন্য বাড়ী থেকে greftar_sm_680960100_89761-350x193বের হয়ে  আর ফিরে আসেনি। পরদিন ২৬ডিসেম্বর শনিবার সকালে আজিমের ফুফু জোবেদাকে সানী হিজরা ফোন করে আজিমের লাশ নিয়ে যেতে বলে। খবর পেয়ে পরিবারের লোকজন সানীর ভাড়া করা বাড়ীতে এসে সানীর ঘরে আজিমের লাম দেখতে পেয়ে সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।ঘটনার পর নিহত আজিমের ভাই বাছির তালুকদার সানী হিজরাকে প্রধান আসামী করে আরো অঞ্জাত ৪জনকে আসামী করে সদর মডের থানায় একটি হত্যা মালা দায়ের করেন।