ইসলামে শীতার্তদের সহায়তা ইবাদতের সমতুল্য
মাওলানা এম আহমদ
দেশজুড়ে বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত গরীব ও অভাবী মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের কষ্ট উপলব্ধি করা এবং সহায়তার নির্দেশনা রয়েছে ইসলামে।ইসলামের চোখে অসহায় মানুষকে সহায়তাও একধরনের ইবাদত
কুরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী, সহায়-সম্বলহীন মানুষের কষ্ট লাঘব করতে রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবান মানুষেরও দায়িত্ব রয়েছে। অন্তত পুরনো পোশাক দিয়ে হলেও শীতার্তদের পাশে দাঁড়াতে বলেছেন মহানবী (সা.)। পাশাপাশি মহাগ্রন্থ আল কুরআনের বিশেষভাবে উল্লেখ রয়েছে।
‘সূরা কসাস’র ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষের প্রতি তেমন অনুগ্রহ করো (সাদক্বাহ বা যে কোনো উপায়ে), যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।
সুরা নূর- ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা তাদের দান করো আল্লাহর সেই সম্পদ থেকে, যে সম্পদ আল্লাহ তোমাদের দান করেছেন।’
হযরত মুহম্মদ (মা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মুসিবতগুলো দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন এবং আল্লাহ বান্দাকে সাহায্য করবেন, যদি বান্দা তার ভাইকে সাহায্য করে।’ (মুসলিম)।
অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো নবীজির আদর্শ। কারণ খেদমতে খালক্ব বা সৃষ্টির সেবা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান ও ইবাদত। এ ব্যাপারে ত্রুটি হলে কেয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। প্রশ্ন করা হবে, বস্ত্রহীনদের বস্ত্রদান ও ক্ষুধার্তদের খাদ্যদান সম্পর্কে।
শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ইমানি দায়িত্ব। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবন যাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব-দুঃখী, বস্ত্রহীন, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। অনেকেই ভুগছেন সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে বহুগুণে। শীতজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন যথাযথ চিকিৎসা, ওষুধপথ্য এবং সরকারি ও বেসরকারি সামাজিক ও ব্যক্তিগতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ।
এ জন্য জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘পুণ্য আছে আল্লাহর প্রেমে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাসমুক্তির জন্য অর্থ প্রদান করলে, নামাজ প্রতিষ্ঠা করলে ও জাকাত প্রদান করলে এবং প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে, অর্থসংকটে, দুঃখ-ক্লেশে ও সংগ্রাম-সংকটে ধৈর্যধারণ করা। এরাই তারা, যারা সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৭৭)।











