নবীনগরে কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো: শাহিন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো : ইসহাক, রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি কমরেড শফিকুল ইসলাম মনা, কমরেড মো: ইদ্রিস, কমরেড শাহাদাৎ হোসেন ফজলু সহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










