শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ স্ট্যাটাস, যুবক আটক

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়া যুবক ইয়াছিন ভূইয়া (৩৪) আটক।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা।

জানা গেছে, আটককৃত ইয়াছিন আওয়ামী লীগের কর্মী। তিনি উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু মিয়ার ছেলে।

জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশেই শোকের ছায়া নেমে আসে। ওসমান হাদির মৃত্যুর খবরে যখন তার পরিবার, ইনকিলাব মঞ্চ সমর্থক, বন্ধুমহল, আত্মীয় স্বজনসহ দেশের মানুষ শোকে মুহ্যমান, তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের ইয়াছিন ভূইয়া হাদির মৃত্যুর খবর শুনে তার ফেসবুক আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন। ওসমান হাদিকে ‘টেরোরিস্ট’ বলেও মন্তব্য করা হয়।

ইয়াছিন ভূইয়ার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে কসবা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় জনতা তাকে কসবা থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে পরিস্থিতি শান্ত করতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদীর মৃত্যু নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে ।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিলো সরকার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ শিক্ষা উপদেষ্টার

ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ

বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি: ওসমান হাদির বড় ভাই

‎ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের ফের রিমান্ড

সামরিক মর্যাদায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন রোববার

সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন আনল ইসি

শহিদ হাদির কবর দেখতে বিকেল থেকেই জনস্রোত, উত্তাল শাহবাগ

চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশ সাময়িক বন্ধ