মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জিতে বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করলো টাইগাররা। ফলে ভারত ও শ্রীলংকায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের সবশেষ সিরিজ জিতে আত্মবিশ্বাসও পেল লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশদের ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে সফরকারীরা। জবাবে তানজিদ তামিমের ঝড়ো হাফসেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ও ৩৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ ও সাইফ হাসান মিলেন ৪ ওভারে ৩৮ রান তোলেন। সাইফ অবশ্য ইনিংস বড় করতে পারেননি। তিনি ১৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৯ করে ক্রেইগ ইয়ংয়ের শিকার হন।

এরপর দ্রুত বিদায় নেন অধিনায়ক লিটন দাসও। তিনি ৭ রান করে হ্যারি টেক্টরের শিকার হন। তবে ইনিংসে আর কোনো বিপদ হতে দেননি তানজিদ ও পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে তারা ৫০ বলে অপরাজিত ৭৩ রানে জুটি গড়ে দলকে জেতান। বাঁহাতি ওপেনার তানজিদ ৩৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ করেন। আর ইমন ২৬ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩৩ রানের হার না মানা ইনিংস খেলেন।

টস জিতে এর আগে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৮ রান তোলে আয়ারল্যান্ড। টিম টেক্টরকে বোল্ড করে এই জুটি ভাঙেন শরীফুল ইসলাম। টেক্টর ১০ বলে ১৭ রান করেন।

তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। সর্বোচ্চ ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন আরেক ওপেনার ও দলনেতা স্টার্লিং।

বাংলাদেশ বোলারদের দাপটে আইরিশ আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। গ্যারেথ ডেলানি ১৯ রান করে শরীফুলের দ্বিতীয় শিকার হন।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।