শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে দুই গ্রুপের মানববন্ধন ও ঝাড়ুমিছিল

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচির মধ্যে ছিল দীর্ঘ ১২ কিলোমিটার জুড়ে মানববন্ধন, ঝাড়ু মিছিল, এছাড়া বিপ্লব ও সংগতি দিবসের র‍্যালি, আলোচনা সভাটিও মনোনয়ন বাতিলের সুডাউনে পরিণত হয়। নাজমুল হোসেন তাপসের অনুসারী ও সাইদুল হক সাঈদ এর অনুসারী এই এই দুই গ্রুপ কর্মসূচি পালন করেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগরে নির্বাচনী আসনে বিএনপি থেকে অ্যাডভোকেট এম এ মান্নানকে মনোনয়ন দেওয়া হয়। আর এই মনোনয়ন কে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ লাভ করে। নবীনগর আসনের সাবেক চার চার বারের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস এর অনুসারীরা আজ রবিবার বেলা ১১ টার দিকে আলিয়াবাদ থেকে খন্ড খন্ড ভাবে বাঙ্গরা পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার জুড়ে মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে।

জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল মোল্লা, ছাত্রদল নেতা রাজু সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তাপস অনুসারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও শুক্রবার ৭ নভেম্বর বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় নেতৃত্ব দেন কাজী নাজমুল হোসেন তাপস। বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভাটিও মনোনয়ন বাতিলের সভা হিসেবে পরিণত হয়।

অপরদিকে কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল হক সাঈদ এর অনুসারী জেলা বিএনপির উপদেষ্টা ফারুক মিয়ার নেতৃত্বে শনিবার ৮ নভেম্বর সন্ধ্যায় এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নবীনগর পৌর সদরে ঝাড়ু মিছিল বের করা হয়। এই ঝারো মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মান্নানের মনোনয়ন বাতিলের দাবি জানান।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য ও মানববন্ধনের মুখ্য সমন্বয়ক হযরত আলী বলেন গঠনতান্ত্রিক উপায়ে আমরা মনোনয়ন বাতিলের দাবি করছি। কারণ নবীনাগরের মাটি কাজী নাজমুল হোসেন তাপসের ঘাটি। তাই দল যদি পূর্ণ বিবেচনা করে কাজী নাজমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তবে গতকালের ঝাড়ু মিছিলটি মোটেই সুন্দর হয়নি।

সার্বিক বিষয় নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান বলেন – ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য মাঠে নেমেছি। সকল দ্বিধা বিভক্ত ভুলে নবীনগরে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। আর বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল য়েখানে এতগুলো মানুষ মনোনয়ন চেয়েছে সকলকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব না তাই মান অভিমান থাকবেই। তবে আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী সকলের বাড়ি বাড়ি গিয়েছি এবং যাব তাদের মান-অভিমান ভেঙে তাদেরকে নিয়েই নির্বাচনী প্রচারণা চালাবো।

এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য ও সংহতির বীজ বপন করেছিলেন, আজ আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছি। এবারের নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই।

এ জাতীয় আরও খবর

হাঁসের মাংস ভুনার রেসিপি

বাড়তি ওজন কমাবে পেয়ারা, খেতে হবে যেভাবে

চমক নিয়ে বড় পর্দায় আসছেন সিফাত নুসরাত

‘বাগবিতণ্ডার’ জেরে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

পদোন্নতি পেলেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক

ক্ষমতায় গেলে বেসরকারিখাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করবে এনসিপি

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার বিকল্প নেই: মামুনুল হক

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর

জুলাই অভ্যুত্থানে ১১৪ শহিদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার

শারীরিক অবস্থা বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে

তফসিল ঘোষণার তারিখ ঠিক হয়নি: ইসি সচিব