শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে সংঘর্ষে আহত ইয়াসিনের মৃত্যু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারী ইয়াসিন (২০)এর মৃত্যু হয়েছে। আজ সোমবার (০৩ নভেম্বর) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন (২০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহত ইয়াসিনের বড়ভাই শাহীন মিয়া তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার ১ নভেম্বর নবীনগর উপজেলার বড়িকান্দি হযরত গণিশাহ্ মাজার শরীফের দক্ষিন পাশের ঝন্টুর হোটেলে আনুমানিক রাত ৯ টার দিকে এলাকার মোন্নাফ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) আড্ডা দিচ্ছিল। ওইসময় আচমকা একদল সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে করতে ঢুকে। এসময় শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সাথে এলাকায় আধিপত্য বিস্তারসহ মাদক সংক্রান্ত বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুইজনই ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, মনেক ও তার ছেলে শিপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত ও তার সহযোগীদের সম্পর্কও ছিল। সম্প্রতি অবৈধ অর্থ ভাগাভাগি নিয়ে শিপন ও রিফাতের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

আর এই বিরোধের জেরে গত শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে ঝন্টুর হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেল কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পাল্টা হামলায় মনেকের সশস্ত্র লোকজনের ছোঁড়া গুলিতে এমরান মাস্টার (৩৮) গুলিবিদ্ধসহ এ সময় আরো ১০ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। পরে আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ইয়াসিনও মারা যায়।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, গুলিবিদ্ধ ইয়াসিন আজ সকালে মারা গেছেন বলে শুনেছি। চিকিৎসাধীন বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল