ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের শেষ মুহূর্তের দৌড়ঝাপ
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনে কাকে মনোনয়ন দেবেন এটি কেন্দ্রীয় বিএনপিই জানেন। তবে নমিনেশনের শেষ মুহূর্তে এসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নমিনেশন পেতে দৌড়ঝাপ শুরু হয়েছে।
কিন্তু নবীনগরে সাধারণ মানুষের মাঝে দুজনকে নিয়েই কৌতুহল এবং আলোচনা সমালোচনা চলছে। তাদের দুজনের একজন হলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। অন্যজন হলেন নবীনগরের চার চারবারের সাবেক সাংসদ মরহুম কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন এর একমাত্র পুত্র ও ২০১৮ সালের বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। এখন এরা দুজনই হলেন নবীনগর উপজেলার সাধারণ মানুষের এমপি প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু।
দুজনের যেকোনো একজনই বিএনপির টিকিট পাচ্ছেন এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তবে এই দুজন প্রার্থীর একে অপরের কুৎসার বিষয়টিও অনেকটা ওপেন সিক্রেট। এদিকে গত ২৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার পদ্ম পাড়ায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুরুতর আহত হওয়ার ঘটনাটি স্থানীয় বিএনপির অভ্যন্তরীন কোন্দলের চরম বহিঃপ্রকাশ বলে এলাকাবাসী মনে করছে। এ ঘটনার হামলাকারীদের পুলিশ গ্রেফতার বা ঘটনার কোন ক্লু এখনো বের করতে না পারায় বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে । এতে দলীয় কোন্দল আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন দলীয় নেতা কর্মীরা।
এদিকে বিএনপির নমিনেশনের আলোচনায় সেনাবাহিনীর কোঠা বা পক্ষ থেকে তদবির হলে আলমনগরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামানের নামও এলাকায় ভেসে বেড়াচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় আসন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর),২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নবীনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৩৯৩ জন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ চলছে।
নবীনগরে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারণা আর ব্যানার পোস্টারে সই লাভ গুটা উপজেলা। প্রার্থীর সমর্থকরা নিজ পছন্দের নেতার পক্ষে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন।
কমপক্ষে বিএনপি’র ১৫ মনোনয়ন প্রত্যাশী মাঠে কমবেশি প্রচারণা করছেন। নবীনগরের এই আসনটিতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী বিভিন্ন সময়ে জয়ী হয়েছেন। যদিও নবীনগরে বিএনপির ৩১ দফা প্রচার এবং গণসংযোগ নিয়ে মাঠে আছেন বিএনপি’র কমপক্ষে ১২ নেতা। তাদের মধ্যে মনোনয়নের আশায় মাঠে কাজ করছেন অন্যতম কেন্দ্রীয় বিএনপি নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাস এর সাবেক সভাপতি সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, রাজিব আহসান ভূইয়া, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রাজীব আহসান চৌধুরী পাপ্পু, বিএনপি নেতা উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল বাকী, স্থপতি আব্দুল আউয়াল, কে এম আলমগীর ইকবাল, অ্যাডভোকেট আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নেতা আলী আজ্জম জালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, অধ্যাপিকা লাইলা ইসলাম সহ আরো অনেকেই।
গত ২৬ শে অক্টোবর সন্ধ্যায় নবীনগরের মনোনয়ন প্রত্যাশীদেরকে বিএনপির গুলশান কার্যালয়ে ডেকে দলীয় মনোনয়ন সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তারেক রহমান বলেছেন মনোনয়ন প্রত্যাশী সকলকে তো আর মনোনয়ন দেয়া যাবে না। তবে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে এক যুগে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করুন । সামনে অনেক চ্যালেঞ্জ আছে তাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
এদিকে বিগত সময়ে মাঠের রাজনীতিতে কোণঠাসা থাকলেও আওয়ামী লীগের পতনের পর থেকে জামায়াতে ইসলামীতে চাঙ্গাভাব বিরাজ করছে। গণসংযোগ আর প্রচার-প্রচারণার মাধ্যমে দলটির নেতাকর্মীরা সরব রাজনীতির মাঠে। উজ্জীবিত জামায়াতের কর্মী-সমর্থকরাও। এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল বাতেন।
আর তাকে সামনে রেখেই এখানে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে জামায়াত। এই টার্গেটে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচারণায় সরব রয়েছেন জামাত প্রার্থী।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী হয়েছেন মাওলানা আবদুল কাইয়ূম ফারুকী।











