১ নভেম্বর থেকে দেশে ডিম-মুরগি বিক্রি বন্ধ: বিপিএ
নিজস্ব প্রতিবেদক : আগামী এক নভেম্বর থেকে পর্যায়ক্রমে সারা দেশে সব জেলা উপজেলায় ডিম ও মুরগির খামার বন্ধ করা হবে এবং ডিম ও মুরগি বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
জানা গেছে, করপোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ধ্বংসের পথে। ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে। এ অবস্থা থেকে রক্ষা পেতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ৭ দফা দাবি কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানায়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে সারা দেশে সব জেলা উপজেলায় ডিম ও মুরগির খামার বন্ধ করা হবে এবং ডিম ও মুরগি বিক্রি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১.৩০টার দিকে সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সুমন হাওলাদার জানান, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের ৭ দফা দাবি হলো- করপোরট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। করপোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।
ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে। উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে। নীতিনির্ধারণী পর্যায় দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সরকারের নীরবতা ও করপোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা তিন বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। দেশে কয়েকটি করপোরেট সিন্ডিকেট একচেটিয়া ফিডের বাজার দখল করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যার ফলে ফিড, বাচ্চা ও ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন। দেশের সবচেয়ে বড় এই কৃষিভিত্তিক খাত আজ ভয়াবহ সংকটে। প্রান্তিক খামারিদের অধিকার ও পোলট্রি শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিপিএ এই ঘোষণা করছে।
বিপিএ জানায়, কয়েকটি করপোরেট গ্রুপের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের কারণে দেশে ডিম ও মুরগির দাম বেশি। ভারতে একটি ডিম উৎপাদনে খরচ মাত্র ৫ টাকা, এক কেজি ব্রয়লার ৮০-৯০ টাকা। অথচ বাংলাদেশে ডিম ১০ টাকা ও ব্রয়লার ১৫০-১৬৫ টাকা খরচে উৎপাদন হচ্ছে। আন্তর্জাতিকভাবে কাঁচামাল সস্তা হলেও দেশীয় সিন্ডিকেট অতি মুনাফার প্রতিযোগিতায় বাজার অস্থিতিশীল করে রেখেছে।
দেশের মোট ডিম উৎপাদনের ৮০ শতাংশ প্রান্তিক খামারিদের কাছ থেকে আসে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সরকারকে সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে, কিন্তু কোনো দাবিই বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই এক নভেম্বর থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ ও বিক্রির কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
যদি সরকার এখনই দায়িত্বশীল পদক্ষেপ না নেয়, তাহলে হাজার হাজার প্রান্তিক খামারি ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি মানুষের প্রোটিন নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এবং ডিম-মুরগির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে- যা জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য এক গভীর বিপর্যয় ডেকে আনবে এবং, ৫০–৬০ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।











