সরকারি দপ্তরগুলোর কাছে অসহায় বিদ্যুৎ বিভাগ
লুৎফর রহমান কাকন
ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি পর্যায়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বকেয়া থাকলেই বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করেও অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হন। এ ছাড়া সরকার প্রিপেইড মিটার বসিয়ে অনেক গ্রাহকের কাছ থেকে অগ্রিম বিল আদায় করে নিচ্ছে। তবে উল্টো চিত্র সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে সরকারি দপ্তরগুলো বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এ নিয়ে চলে নানা টালবাহানা। বিদ্যুৎ বিল আদায়ে তাদের কাছে অসহায় বিদ্যুৎ বিভাগ। ফলে গত এক যুগ চেষ্টা করেও বিদ্যুৎ বিভাগ সরকারের ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর থেকে নিয়মিত বিদ্যুৎ বিল আদায় করতে পারেনি। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারি দপ্তরগুলোর কাছে বিদ্যুৎ বিল বকেয়া আড়াই হাজার কোটি টাকার বেশি।
বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয়েছে। আগের সরকারের রুটিনওয়ার্ক হিসেবে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ে চলতি বছরের ৭ মে বিভিন্ন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে, বকেয়া বিদ্যুৎ বিলসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে। তবে এই চিঠিতেও তেমন সাড়া মেলে নাই। এক বছর আগেও সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল যে পরিমাণ বকেয়া ছিল, এখনও প্রায় একই পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত সেপ্টম্বর পর্যন্ত আড়াই হাজার কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া জমেছে সরকারি প্রতিষ্ঠানের। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর। প্রায় এক হাজার কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বকেয়ার পরিমাণ বেশি হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৬১৫ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৫৭ কোটি টাকা। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়েও বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে।
এ অবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৮২২ কোটি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৪৮০ কোটি, নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকোর) ৩৬২ কোটি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৬৫ কোটি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ২০৫ কোটি, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে।
জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, দফায় দফায় চিঠি দিলেও বিভিন্ন মন্ত্রণালয় থেকে কোনো রেসপন্স করা হয় না। এটা আমাদের সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের মাইন্ডসেট হয়ে গেছে যে সরকারি দপ্তরের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করলেও কিছু হবে না। তিনি বলেন, বেসরকারি মালিকদের যেমন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সরকারি দপ্তরে তেমন যায় না। তবে নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসা উচিত। কোনো সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে চাইলে নিয়ম অনুযায়ী বিতরণ কোম্পানি সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে। তা হলেই নিয়মিত সরকারি দপ্তরের বিল আদায় হবে।
অন্যদিকে, আর্থিক সংকটের মধ্য দিয়ে চলা বিদ্যুৎ বিভাগ চেষ্টা করেও সরকারি দপ্তরগুলো থেকে বিদ্যুৎ বিল নিয়মিত আদায় করতে পারছে না। এক যুগ যাবৎ বিদ্যুৎ বিভাগ চেষ্টা করে আসছে সরকারি দপ্তর বা মন্ত্রণালয়গুলোর বিদ্যুৎ বিল প্রতিমাসে মাসে নিয়মিত আদায় করতে। অর্থাৎ বেসরকারি কোম্পানি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মতো নিয়মিত বিল আদায় করতে। বাস্তবে সেটা কার্যকর করতে পারেনি বিদ্যুৎ বিভাগ। ২০১০ সালের পর থেকে বিদ্যুৎ বিভাগ নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক, চিঠি চালাচালিসহ নানা কৌশল গ্রহণ করলেও কার্যত সরকারি মন্ত্রণালয় বা দপ্তরগুলো হেঁটেছে পুরনো পথে। বিল দিতে করেছে খামখেয়ালি।
সর্বশেষ একটি হিসাবে দেখা যায়, সরকারি মন্ত্রণালয় বা দপ্তরগুলোর মধ্যে ৫৬টি আলাদা আলাদা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর কাছে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ বিল বকেয়া আড়াই হাজার কোটি টাকার ওপরে।
বিদ্যুৎ বিতরণ কোম্পানির একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের চিন্তার পরিবর্তন করা যায়নি। অধিকাংশ মন্ত্রণালয় বা সংস্থার কর্মকর্তারা মনে করেছেন সরকারি বিদ্যুৎ বিল পরে দিলেও হবে। অনেকে বাজেটের দোহাই দিয়ে নিয়মিত বিল পরিশোধ করেন না। এটা ঠিক নয়। তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলো পিডিবি থেকে বিদ্যুৎ কিনে বিক্রি করে। পিডিবিকে কোম্পানিগুলোর নিয়মিত বিল পরিশোধ করতে হয়। এই কর্মকর্তা বলেন, বেসরকারি কোম্পানিগুলোর বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা যায়। ফলে দ্রুত আদায় হয়। সরকারি দপ্তরগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা যায় না সহজে।
বিদ্যুৎ বিভাগ থেকে প্রাপ্ত হিসাবে দেখা যায়, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৭০ কোটি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৯৮০ কোটি, খাদ্যে ৩ কোটি, শিক্ষায় ৮৬ কোটি, কারিগরিতে ৪ কোটি, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সাড়ে ১২ কোটি, সংস্কৃতিতে দুই কোটি, সড়কে সাড়ে ছয় কোটি, সেতুতে এক কোটি, পরিবেশে দুই কোটি, জনপ্রশাসনে সাড়ে ২৩ কোটি, মৎস্যে সোয়া পাচঁ কোটি, বিমানে দুই কোটি, স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ১০০ কোটি, জননিরাপত্তা ও সুরক্ষায় ৯৫ কোটি, শিল্পে ১০, তথ্যে সাড়ে ছয়, বস্ত্রে সাড়ে চার কোটি, শ্রমে ৬২ লাখ।
এ ছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে ডাক ও টেলিযোগাযোগে ১০ কোটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১৫ কোটি, ধর্ম মন্ত্রণালয়ে ৩০ কোটি, পানিসম্পদে ১৭ কোটি, যুব ক্রীড়ায় ৯ কোটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সাড়ে ১৩ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ কোটি, প্রতিরক্ষায় ৯০ কোটি, আইন ও বিচারে ১০ কোটি, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ৪ কোটি, সুপ্রিমকোর্টে ১৪ কোটি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় চার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।











