শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ অবসরে পারভেজ রসুল

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নিলেন পারভেজ রসুল। প্রথম জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। ২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক হয় তার। আইপিএলেও খেলেছেন। অবশেষে ১৭ বছরের কেরিয়ারকে বিদায় জানালেন জম্মু ও কাশ্মীরের এ অলরাউন্ডার।

৩৬ বছর বয়সি এ ক্রিকেটার কাশ্মীরের অনন্তনাগ জেলা থেকে ক্রিকেট কেরিয়ার শুরু করেন। অসাধারণ পারফরম্যান্সের জেরে ২০১৩ সালে ভারতীয় দলে ডাক পান। সেই দলের হয়ে ভালো পারফর্মও করেন।

ওই বছর আইপিএলে পুনে ওয়ারিয়ার্স দলে সুযোগ পান। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জ্যাক কালিসের উইকেটও তোলেন। পরের রনজি মরশুমে দুটো সেঞ্চুরি-সহ ৬৬৩ রান করেন। উইকেট তোলেন ২৭টি। তার নেতৃত্বে জম্মু ও কাশ্মীর রনজির কোয়ার্টার ফাইনালেও যায়। ২০১৩-১৪ মৌসুমে ও ২০১৭-১৮ মৌসুমে, দু’বার রনজি ট্রফির সেরা অলরাউন্ডার হন। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলে ডাক পান। অন্যদিকে ২০১৩ সালে ভারতের জিম্বাবুয়ে সফরে ডাক পেলেও অভিষেক হয়নি।

২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয়। ওই ম্যাচে ২টি উইকেট পান। তারপর ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। কিন্তু এই দুটি ম্যাচ ছাড়া ভারতের হয়ে আর খেলেননি।

অবসর প্রসঙ্গে পারভেজ বলেন, ‘ভারতের হয়ে খেলা আমার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত। জম্মু ও কাশ্মীর ক্রিকেটের জন্য অতো জনপ্রিয় নয়, সেই অঞ্চল ক্রিকেট খেলা গর্বের। আমি টেস্টও খেলতে চেয়েছিলাম। ভারতের হয়ে আরও বেশি ম্যাচ না খেলার আক্ষেপ থাকবে। এবার কোচিংয়ে মনোযোগ দিতে চাই।’

জম্মু ও কাশ্মীরের হয়ে ৯৫ ম্যাচে ৩৫২ উইকেট তুলেছেন, আর রান করেছেন ৫ হাজার ৬৪৮।

আমাদের সময়/এআই