শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পায়ুপথে সহকর্মীদের দেওয়া বাতাসে হাসপাতালে কিশোর শ্রমিক

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানার তানভীর (১৪) নামে এক শ্রমিকের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস দিয়েছে সহকর্মীরা। এ ঘটনায় ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) কামরাঙ্গীরচর থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে মোস্তফা প্লাস্টিক ও বোতল কারাখানায় এ দুর্ঘটনা ঘটে।

তানভীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালকিনী গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে সে কামরাঙ্গীরচর কয়লারঘাট রফিক মিয়ার ভাড়া বাড়িতে থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই কিশোর হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহতের বাবা মানিক মিয়া জানান, তার ছেলে কামরাঙ্গীচর থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানার কাজ করে। ওই কারখানায় তার সহকর্মী কর্মচারী রিফাতসহ ২/৩ জন মিলে দুষ্টুমি করে পাইপ দিয়ে পায়ুপথে বাতাস দেয়, এতে তার পেট ফুলে অবস্থা গুরুতর হয়ে পড়ে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যান।সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান মানিক মিয়া।