পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইকে বরখাস্তসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় এসআইকে বরখাস্ত সহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদনে শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
তিনি জানান, নিহতের কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। এই ঘটনার প্রধান আসামি এসআই মহিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লোমহর্ষক হৃদয়বিদারক ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে মামলার বাদী নিহতের ছোট ভাই সাকিল মিয়া চারজনের নাম উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন, প্রকাশ (রাব্বি), মাসুদ রানা ও তবি মিয়া। এছাড়া অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়। পরিবার এবং এলাকাবাসীর অভিযোগ নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসিকে জানিয়েই মোটা অংকের টাকার মাধ্যমে আব্দুল্লাহকে চারদিন ধরে ছলিমগঞ্জ ফাঁড়িতে আটকে রাখে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান- ঘটনার পর এসআই মহিউদ্দিনকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। পড়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, এ ঘটনায় এক পুলিশ সসদ্যসহ চার জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পাশাপাশি সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।