নবীনগরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরের সন্তান জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের সন্তান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক দুইবারের সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ডিবি। রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকেও তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সোমবার সকালে সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুতই তাঁদের আদালতে পাঠানো হবে।”
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে জামিনে মুক্তি পেয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত নেতা ফয়জুর রহমান বাদল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে তিনি নবীনগরের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা সংসদ নির্বাচনে তিনি পুনরায় নৌকাপ্রতীকে এমপি নির্বাচিত হন।
বাদলের রাজনৈতিক জনপ্রিয়তা নবীনগরে ব্যাপক। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, যার কারণে নবীনগরের মানুষ তাঁকে একজন কার্যকর ও জনপ্রিয় নেতা হিসেবে মনে করে। এই জনপ্রিয়তার কারণে তিনি এলাকায় বিশেষভাবে সম্মানিত।