বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয়’

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নিয়মিতই জায়গা করে নেয় খবরের শিরোনামে। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীকে ঘিরে নানা ঘটনার প্রতিক্রিয়া পড়ে সরাসরি শাকিবের জীবনে।

এইতো, কয়েকদিন আগেও অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানকে দেখতে পাওয়ায় প্রতিক্রিয়া জানান শাকিবের আরেক প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলী। এ নিয়ে পরে পাল্টা প্রতিক্রিয়াও জানান অপু বিশ্বাস; অতঃপর চলতে থাকে তাদের কাদা ছোঁড়াছুড়ি।

এমন আবহে এবার অপু বিশ্বাসের একটি ভিডিও আলোচনায়। যেখানে এই চিত্রনায়িকা বলেছেন, শাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতেই নাকি ভয় হয় তার।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে তাকে শাকিব খান ও তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে প্রশ্ন করা হলে খোলামেলা উত্তর দেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘ওনাকে (শাকিব খান) নিয়ে মন্তব্য করার জায়গাটা তিনি রেখেই যাননি। এখন পরিবারের মানুষ, তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী! বাংলাদেশে অপু বিশ্বাস-শাকিব খান, সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা করেছে। এখন সেই জায়গা থেকেই অসম্ভব ভয় হয়, তাকে নিয়ে মন্তব্য করার। তবে এইটুকু বলতে চাই, শাকিব খান যা চেয়েছেন, তা করে দেখিয়েছেন—পরিবারের মানুষ হয়ে, সহশিল্পী হয়ে। আমার অবশ্যই গর্ব লাগে যে, তার সন্তানের মা আমি।’

শাকিব খানের জন্য শুভকামনা জানিয়ে অপু আরও বলেন, ‘তার এই যে স্বপ্ন দেখাটা, যে চূড়ায় পৌঁছে যাচ্ছে, বাংলাদেশের মানুষদের জন্য, তার ভক্ত-অনুরাগীদের জন্য তিনি যা করে যাচ্ছেন, আমি মন থেকে চাই, উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায়।’

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। তার অভিনয় নিয়েও প্রশংসা করেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য, ‘সাবিলা নূর এত ভালো কাজ করেছে! সে অনেক ভাগ্যবতী, যে প্রথম কাজটা তাও আবার শাকিব খানের সঙ্গে। এটি ওর জন্য বড় সৌভাগ্যের। একজন অভিনেত্রী, তারকা হিসেবে বলব—এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’

উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হলেও বিষয়টি প্রথম সামনে আসে ২০১৭ সালে। এরপর ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে শাকিব খান বিয়ে করেন আরেক অভিনেত্রী শবনম বুবলীকে। দুই সংসারেই শাকিবের রয়েছে দুই পুত্র সন্তান। সন্তানদের কারণেই এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে শাকিবের যোগাযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল