মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের বক্তব্য উপেক্ষা করলে পরিণাম শুভ হবে না : সালাহউদ্দিন আহমেদ

news-image

সিলেট প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‌‌আমরা কথা বললেই অন্তর্বর্তী সরকার বিরূপ প্রতিক্রিয়া দেখায়। নির্বাচনের কথা বললে আরও বেশি অস্বস্তি প্রকাশ করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই—যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করুন, সেটাই ছিল আপনাদের প্রতিশ্রুতি। আমরা নম্রভাবে কথা বললেও সেটিকে দুর্বলতা ভাববেন না। আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে তার পরিণাম শুভ হবে না।

সোমবার (১৯ মে) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘উপদেষ্টারা যেভাবে অগণতান্ত্রিক ভাষায় কথা বলছেন এবং যেসব সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন, আমরা সেগুলোর তথ্য দিয়েছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’

মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে এখনো শপথ নিতে দেওয়া হয়নি। আইন ও গেজেটকে তোয়াক্কা না করে শাসন কেমন চলছে, তা আমরা দেখছি। এতে মনে হয় আমরা যেন কোনো দস্তখত দিয়ে দিয়েছি, আপনি যা বলবেন সেটাই পালন করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, শপথের ব্যবস্থা করুন, অন্যথায় আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করবে। যদি বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন না করতো, আজ গণতন্ত্র মুক্ত হতো না।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমাদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জনগণ সচেতন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ, আর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ. লীগের নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ

বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি

মুক্তিযুদ্ধ-ধর্ম-নারীর বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন নাহিদ

ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সেই মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার

নুসরাত ফারিয়া গ্রেপ্তার, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়?’

গাজার স্কুলে হামলা চালাল ইসরায়েল

‘সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভের কুৎসিত সত্যটা বের করাই মুখ্য উদ্দেশ্য’