নবীনগরে গাঁজাসহ আটক ২
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার ধড়াভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নবীনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ভৈরবগামী একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. ইউনুস মিয়া (৩৬) ও মো. রাসেল মিয়া (২১) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য মতে, আটককৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-১৬, জি.আর নং-১০৪)।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।”