মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। ম্যাচের পাঁচ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।
ভুটানের থিম্পুতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৬ সালে। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে সেই ম্যাচে তারা ৩-১ গোলে হেরেছিল। আট বছর পর আবার ভুটানে খেলতে গিয়ে বাংলাদেশের সেই দুঃস্বপ্ন তাড়া করছিল। আজকের জয়ে সেই হারের স্মৃতি খানিকটা ম্লান হয়েছে।
বাংলাদেশ দুই ম্যাচ সিরিজে জয় দিয়ে শুরু করলেও খুব ভালো ফুটবল খেলেনি। তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাইরে থাকায় বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স ছিল একেবারে গড়পড়তা। জয়সূচক গোলটিও এসেছে সৌভাগ্যপ্রসূত। ভুটানী গোলরক্ষকের ভুল কাজে লাগিয়েছেন ফরোয়ার্ড মোরসালিন। অথচ পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার মতো তেমন আক্রমণ করতে পারেনি। শট অন টার্গেটের সংখ্যা একেবারেই কম ছিল।
স্বাগতিক ভুটানের খেলায়ও তেমন ধার ছিল না। দ্বিতীয়ার্ধে একবার বাংলাদেশের জালে বল পাঠালেও সেটি বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে। ইচ্ছে করে হাত ছোঁয়ানোয় হলুদ কার্ড দেখেন ভুটানের ফুটবলার। পরে তারা আর বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে দুই দলের নিম্মমানের পারফরম্যান্সে ফুটবল ম্যাচ হয়েছে একেবারে ম্যাড়ম্যাড়ে।
এ ছাড়া ম্যাচ ছাপিয়ে আলোচনায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ইনজুরি সংক্রান্ত ঘটনা। প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশের ফুটবলার রাকিব আকস্মিকভাবে পড়ে যান। তাকে শুশ্রুষা করতে আসা ভুটানী স্ট্রেচার বহনকারী অসুস্থবোধ করেন। তার অবস্থা বেগতিক হওয়ায় পরে হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া এদিন একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় বদল করলেও খেলার ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।