মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খায়রুল কবির খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৫ টার দিকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুন মুহূর্তেই বাড়িটির নিচতলা থেকে দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে চরম আতংক বিরাজ করছিল।

খোকনের প্রতিবেশী সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈদয় উদ্দিন জানান, দুর্বৃত্তরা ৭ থেকে ৮টি অটো রিক্সা ও একটি দামি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। তাদের হাতে রাম দা, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র ছিল। পরে তারা খোকনের বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে প্রথমে মেঝেতে ও পরে বাড়ির চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাড়িতে আগুন ছড়িয়ে যায়। এ সময় তারা আশেপাশের দোকানেও হামলা চালায়।

ফায়ারসার্ভিসের সিনিয়র স্ট্রেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, তারা ৫টা আট মিনিটে খবর পেয়ে ৫ টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে বাসার ভিতরে ততক্ষনে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।