মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দু’পক্ষের সংর্ঘষে ফয়সল মিয়া(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার(১৪ এপ্রিল) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি-ধরন্তি গ্রামের লোকজনের মর্ধ্যে সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। নিহত যুবকের বাড়ি উপজেলার কুট্রাপাড়া গ্রামে।
প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইকবালের চৌকিদারের ছেলে আকাশ রাস্তা পার হচ্ছিলেন। এসময় ধরন্তী মূলবর্গ গ্রামের মৃত : হুমায়ন মেম্বারের ছেলে তোফাজ্জলের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এনিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।  এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর কালিকচ্ছ বাজারে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়। এসময় উপজেলার কুট্রাপাড়া গ্রামের পথচারী ফয়সল সংর্ঘষের সময় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে ।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম হোসেন বলেন, সকালে দুই গ্রামের কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনার জের ধরে রাতে উভয়পক্ষের লোকজনের মর্ধ্যে সংর্ঘষ সৃষ্টি। এসময় সংর্ঘষে প্রচুর ককটেলের বিস্ফোরণ হয়। ককটেলের আঘাতে গুরুতর আহত ফয়সাল মিয়া নামে এক যুবক মারা যায়।
ওসি আরোও জানান, সংর্ঘষের সময় আমরা এগার জনকে আটক করেছি। অবিস্ফোরিত দশটি ককটেল উদ্ধার হয়েছে। ফয়সলের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।