মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে আয়োজক হতে না পারলে খেলবে না পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা আছে। তবে রাজনৈতিক কারণ দেখিয়ে দেশটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। তাই পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি নাজাম শেঠি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের জন্য প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করা হবে। তাও আয়োজকের ভূমিকায় তারাই থাকতে চান।

গত মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে হওয়া মিটিংয়ে একটি হাইব্রিড মডেল উপস্থাপন করে নাজাম শেঠি বলেছেন, আয়োজনের স্বত্ত্ব হারালে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বোর্ড। তাই আয়োজনের কোনো বিকল্প নেই।

জিও নিউজকে নাজাম শেঠি বলেছেন, ‘খুব সহজ হিসাব, হাইব্রিড মডেল অনুযায়ী আমরা এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করেছি। ভারত যদি পাকিস্তানে খেলতে না চায়, তাহলে তাদেরকে নিরপেক্ষ ভেন্যুতে খেলাবো। আমরা এসিসির মিটিংয়ে হাইব্রিড মডেল উপস্থাপন করেছি। পাকিস্তান ও ভারত একে অপরের বিপক্ষে কমপক্ষে দুই ম্যাচ খেলবে। আয়ের অর্ধেকই আসবে এই ম্যাচ থেকে। আমরা অতিরিক্ত বাজেট হিসাব করেছি এবং এসিসিকে এ ব্যাপারে বলেছি।’

নাজাম শেঠি আরও বলেছেন, ‘তারা যদি পাকিস্তানে খেলতে চায়, তাহলে তাদেরকে স্বাগতম। যদি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, আমরা প্রস্তুত। ইভেন্ট (এশিয়া কাপ) আয়োজনের কোনো বিকল্প নেই, অন্যথায় আমরা খেলবো না।’