মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভোট চুরি করতে সংবিধানের প্রেমে পড়েছে আওয়ামী লীগ’

news-image

চট্টগ্রাম ব্যুরো : ভোট চুরি করতে আওয়ামী লীগ সংবিধানের প্রেমে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের চকবাজার কিশলয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা এ সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘মানুষের সুরক্ষা দেওয়া সংবিধানের কাজ। আজকে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, আইনের অধিকার, বাক স্বাধীনতা ও গণমাধ্যামের স্বাধীনতা কেড়ে নিয়েছে।’

সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না হুঁশিয়ার দিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা সংবিধান পরিবর্তন করেছে। আবার তারাই বলছে সংবিধানের বাইরে গিয়ে ভোট করা যাবে না। যারা গণতন্ত্র কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, তারা যদি সংবিধানের দোহায় দেয়, সেটা চলবে না। সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. হারুন আল রশিদ, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী বক্তব্য রাখেন।