মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর–অটোরিক্সা সংর্ঘষ, দুইজন নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর-অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদবপুর নামক স্থানে দূর্ঘটনায়  নিহতরা হলেন, অটোরিক্সা চালক আলামিন মিয়া (১৫) ও যাএী আপন চন্দ্রদাস (১৪)।
নিহত আলামিন শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়ার আলমগীর মিয়ার ছেলে ও আপন চন্দ্র দাস একই ইউনিয়নের ধীতপুর গ্রামের উমেলেস চন্দ্র দাসের ছেলে। প্রর্তক্ষদর্শী জানায়, শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদব এলাকায় মলাইশ থেকে আসা  ট্রাক্টটির সঙ্গে  অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোচালক আলামিন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত যাএী আপন চন্দ্র দাসকে স্হানীয়রা উদ্ধার গুরুতর সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সে নিয়ে গেলে  ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। মরদেহ ২ টি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।