শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে দাবানলের মতো ছড়াচ্ছে করোনা

news-image

অনলাইন ডেস্ক : বিক্ষোভ ও অসন্তোষের মুখে চীনের সরকার তাদের বিতর্কিত ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর দেশটিতে সুনামির গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর এতে ব্যাপক চাপের মুখে পড়েছে হাসপাতালগুলোও।

অতিরিক্ত এই রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসাপাতালের ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এই কারণে করোনায় আক্রান্ত হয়ে যেসব স্বাস্থ্যকর্মী হোম আইসোলেশনে আছেন, তাদের অবিলম্বে কাজে যোগ দিতে নোটিশ দিয়েছে বিভিন্ন হাসপাতালের কর্তৃপক্ষ।

কিন্তু যদি সত্যিই করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সবাই হোম আইসোলেশন ছেড়ে হাসপাতালের কাজে ফিরে আসেন, সেক্ষেত্রে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। চিকিৎসক ও নার্সদের মাধ্যমেও রোগীরা প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মী সংকটের কারণে দেশটির হাসপাতালগুলো এমনকী ভাইরাসে আক্রান্ত ফ্রন্টলাইন মেডিকেল কর্মীদেরও ডেকে পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য নীতি বিষয়ক বিশেষজ্ঞ চীনা অধ্যাপক চেন শি শুরু থেকেই স্বদেশের কোভিড সংকট পর্যবেক্ষণ করে আসছেন।

তিনি বিবিসিকে জানিয়েছেন, চীনের স্বাস্থ্য ব্যবস্থা এখন যে ব্যাপক চাপে পড়েছে তা নিয়ে দেশটির হাসপাতাল পরিচালক ও অন্যান্য মেডিকেল কর্মীদের সঙ্গে তার কথা হয়েছে।

তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদেরও হাসপাতালগুলোতে কাজ করতে হচ্ছে, যা সেখানে সংক্রমণের একটি পরিবেশ সৃষ্টি করছে। করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা যদি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে আসেন, সেক্ষেত্রে হাসপাতালগুলো করোনার এপিসেন্টারে পরিণত হবে।’

‘শূন্য কোভিড’ নীতিতে বদল আনার পর চীনের হাসপাতালগুলো রোগীর চাপ মোকাবেলায় তড়িঘড়ি করে তাদের জ্বর সংক্রান্ত ওয়ার্ড বাড়ালেও সেগুলো দ্রুতই ভরে যায়; এর অন্যতম কারণ হচ্ছে, ভাইরাসে আক্রান্ত হলেও বাড়িতে থাকা যাবে এই বার্তা চীনা নাগরিকরা আমলে নেয়নি।

বিষয়টি জনগণকে বোঝাতে আরও অনেক কিছু করা দরকার বলে মনে করেন অধ্যাপক চেন।

তিনি বলেন, ‘সামান্য উপসর্গেও বাড়িতে থাকার সংস্কৃতি নেই চীনে। অসুস্থ বোধ করলেই সবাই হাসপাতালে ছুটে যায়, যা সহজেই চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিপর্যস্ত অবস্থায় ফেলতে পারে।’

ফার্মেসিগুলোতে লোকজনের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ঠাণ্ডাজনিত রোগ বা ফ্লুর ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ঘরে বসেই কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করা যাবে, এমন কিটও সহজে পাওয়া যাচ্ছে না।

বেইজিংয়ে রেস্তোরাঁগুলো ফের খুললেও সেখানে ক্রেতা যাচ্ছে হাতেগোনা; এমনকী রাজধানীর রাস্তাগুলোও বেশ নীরব।

বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে ফিরতে বলছে, কিন্তু কর্মীদের অনেকেই তা করতে রাজি হচ্ছে না।

কয়েক সপ্তাহ আগেও, যখন চীনের সরকার ‘শূন্য কোভিড’ নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানাচ্ছিল, তখন রাস্তাঘাট, রেস্তোরাঁ আর দপ্তরগুলোর এমন চিত্র স্বাভাবিক ছিল। কারণ তখন লকডাউনের পাশাপাশি আক্রান্তদের কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনায় যেতে হত।

কিন্তু এখন পরিস্থিতি অগের মতো নয়। বিক্ষোভ ও অসন্তোষের মুখে চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের ঝুঁকির মুখে না ফেলে বিধিনিষেধ তুলে নেওয়ার পথে হেঁটেছে।

বেইজিংয়ে রেস্তোরাঁগুলো ফের খুললেও সেখানে ক্রেতা যাচ্ছে হাতেগোনা; এমনকী রাজধানীর রাস্তাগুলোও বেশ নীরব।

বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে ফিরতে বলছে, কিন্তু কর্মীদের অনেকেই তা করতে রাজি হচ্ছে না।

কয়েক সপ্তাহ আগেও, যখন চীনের সরকার ‘শূন্য কোভিড’ নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানাচ্ছিল, তখন রাস্তাঘাট, রেস্তোরাঁ আর দপ্তরগুলোর এমন চিত্র স্বাভাবিক ছিল। কারণ তখন লকডাউনের পাশাপাশি আক্রান্তদের কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনায় যেতে হত।

কিন্তু এখন পরিস্থিতি অগের মতো নয়। বিক্ষোভ ও অসন্তোষের মুখে চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের ঝুঁকির মুখে না ফেলে বিধিনিষেধ তুলে নেওয়ার পথে হেঁটেছে। আর তাতে কোভিড-১৯ ছড়াচ্ছে দাবানলের মতো।

একের পর এক শহরের বিক্ষোভকারীরা তাদের পুরনো দিন ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে থাকে। তারা আগের মতো অবাধে ঘোরাফেরা করতে চায়। এসব নিয়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। শি জিনপিংয়ের পদত্যাগ ও কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েও স্লোগান ওঠে।

গত নভেম্বরের শেষ দিকে রাজধানী বেইজিংসহ চীনের বিভিন্ন বড় শহরে সরকারের ‘জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাবতীয় করোনা বিধিনিষেধ শিথিল করা হয় দেশটিতে। পূর্বের কঠোর করোনা নীতি থেকে কার্যত ১৮০ ডিগ্রি বিপরীতে সরে গিয়ে কল-কারখানা, অফিস-আদালত, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের জনসমাগমপূর্ণ সব স্থান ফের উন্মুক্ত করে দেয় ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। সামাজিক দূরত্ববিধি ও মাস্ক পরা সম্পর্কিত বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়।

এমনকি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া খুব একটা উদ্বেগের নয় বলেও প্রচার করছে সরকার। কিন্তু সরকার যে গতিতে বিধিনিষেধ তুলে নিচ্ছে তা বয়স্কদের বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে ভয়ও বাড়িয়ে দিচ্ছে। বেইজিংয়ের মতো অনেক শহরে প্রাদুর্ভাব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

বিধিনিষেধ তোলার সঙ্গে সঙ্গে চীনে নতুন করে টিকাদানের পরিমাণ বাড়ানোর চেষ্টাও শুরু হয়েছে; কিন্তু এই উদ্যোগ বিধিনিষেধ তোলার অনেক আগেই নেওয়া উচিত ছিল বলে মত বিশ্লেষকদের।

তবে, সরকার এখন বলছে, বিধিনিষেধ তোলার পেছনে মূল কারণ ভাইরাসের পরিবর্তন। এখন করোনাভাইরাসের যে ধরনটি ছড়াচ্ছে, তা তুলনামূলক কম বিপজ্জনক।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণার পর বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও দীর্ঘ লকডাউন, সামাজিক দূরত্ববিধি, বাড়ির বাইরে গেলে বাধ্যতামূলক মাস্কপরা, কোয়ারেন্টাইন, আইসোলেশনসহ কঠোর সব করোনা বিধি জারি করেছিল।

গত ২০২১ সালের মাঝামাঝি থেকে অধিকাংশ দেশ করোনা বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করলেও চীন তার আগের অবস্থানে অনড় ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত। করোনার বিরুদ্ধে চীন সরকারের এই কঠোর অবস্থান পরিচিতি পায় ‘জিরো কোভিড’ নীতি হিসেবে। কিন্তু অর্থনীতিতে ধস নামায় সেই নীতিতে আর অটল থাকতে পারেনি চীনের কমিউনিস্ট সরকার।

 

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত