শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দাওয়াত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, ‘আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আমাদের কমপক্ষের ২০ জন আহত হয়েছে।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সিরাজ মল্লিকের নেতৃত্বে শতাধিক লোক দিলীপ মাতুব্বরের ও জাকির মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রাতে ও সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

হাতিরঝিলে চক্রাকার বাসে কাল থেকে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া দেওয়া যাবে

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

নুহাশপল্লীতে শব্দে-গল্পে-স্মৃতিতে হুমায়ূন আহমেদকে স্মরণ

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

আ. লীগ-বিএনপি সবাই হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে: মির্জা ফখরুল

প্রথমার্ধে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

শিলং থেকে গডফাদার এসেছে, সালাহউদ্দিন ইঙ্গিত করে নাসীরুদ্দীন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দেশে ফের মুজিববাদী-ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে: সারজিস