গোলশূন্য প্রথমার্ধ সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল। তবে প্রথমার্ধ কোনো দলই গোলের দেখা পায়নি।
আজ সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের প্রথমার্ধ দুদল প্রায় সমান ধারার ফুটবল খেলেছে।
কিন্তু কেউই গোল করতে পারেনি। ডাচরা ৫টি শট নিয়েছিল। তবে গোলমুখে কোনোটি ছিল না। অন্যদিকে সেনেগাল ৬টি শটের মধ্যে একটি গোলমুখে নিতে পেরেছিল।