বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগে খেলা শেখেন তারপর খেলব, ওবায়দুল কাদেরকে গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কাদের সাহেব বলেন খেলবেন। তাকে বলব, আগে খেলা শেখেন, তারপর খেলব। আনাড়ি প্লেয়ারের সঙ্গে বিএনপি খেলে না। দিনের ভোট রাতে চুরি করেন, পুলিশ দিয়ে। ওই খেলায় বিএনপি খেলে না। বিএনপি খেলার জন্য প্রস্তুত।’

আজ শনিবার বিকেল ৪টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ক্ষমতা থেকে নেমে আসেন। মুজিব কোট পরে খেলায় আসেন। রাষ্ট্রীয় প্রশাসন থেকে দূরে থাকেন, খোলা মাঠে খেলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে খেলা, সেই খেলায় আসেন। আমাদের এ, বি এবং তৃতীয় ডিভিশনের প্লেয়ারই যথেষ্ট। অনেক আগে বলেছিলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, খালেদা জিয়া ও তারেক রহমান বাদ থাক। আমাদের জাইমা রহমানের কাছেই শেখ হাসিনা জামানত হারাবেন।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সিলেটের এই সমাবেশের আগে আমরা ছয় বিভাগে ছয়টি সমাবেশ করেছি। সরকার তার প্রশাসন, পুলিশ, নিজস্ব পেটোয়াবাহিনী দিয়ে বাস, ট্রাক মালিকদের বাধ্য করে ধর্মঘট দিয়ে প্রত্যেকটা সমাবেশকে ব্যর্থ করার অপচেষ্টা করেছে। জনগণ তার উচিত জবাব দিয়েছে। সব বাধা অতিক্রম করে সবাই বুক ফুলিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সভাসমাবেশকে সফল করছে।’

সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘শুধুমাত্র সিলেট নয়, সারাদেশে অন্যায় অত্যাচার, হামলা মামলা চলছে। এই অন্যায়ের প্রতিবাদে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা বিভাগীয় সমাবেশ করছি। বাংলাদেশে আর কোনো অন্যায় চলবে না। আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেমনটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালকে দূর করে। যেমনটা করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।’

মঈন খান বলেন, ‘আজকে সময় এসেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। বিএনপি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না। ঘুষ দুর্নীতি মুক্ত সরকার প্রতিষ্ঠা করবে। ভোটাধিকার ফিরিয়ে দেবে। আওয়ামী লীগ সরকার এখন দিনের ভোট রাতে করে। এটা শুধু আমরা বলছি না, সারা পৃথিবীর মানুষ ছিঃ ছিঃ করছে। বলছে এই সরকার দিনের ভোট রাতে করে। কাজেই, এই অন্যায়ের পরিবর্তন করতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

 

এ জাতীয় আরও খবর

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর