বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মিমের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি

news-image

অনলাইন ডেস্ক : আলোচনা তাকে ঘিরে সব সময়ই। ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা তিনি। বিভিন্ন ইস্যুতে তার সাহসিকতার পরিচয় মিলেছে। এবার ব্যক্তিগত ইস্যুতে ফের আলোচনায় পরীমনি। এ ঘটনায় যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ের সফল জুটি রাজ-মিমের নাম।

বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসা দেখেছে সবাই। সুখেই কাটছিল তাদের সংসার। হঠাৎ কেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে স্ট্যাটাস দিলেন পরীমনি- এমন প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

এর মধ্যে দুই নায়িকা নিজেদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরেছেন।

মিমের ভাষ্যমতে, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন মিম।

এদিকে পরীর ভাষ্য, তিনি কখনও মিমকে হিংসা করেননি। বরং তিনি চাইতেন, রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ হোক। রাজ্যের মা নিজেই এই জুটিকে নিয়ে সিনেমা বানাতে পরিচালকদের অনুরোধ জানিয়েছেন। প্রমাণস্বরূপ মিমের সঙ্গে আলাপের একটি স্ক্রিনশট প্রকাশ্যে আনেন পরীমনি।

সেখানে দেখা যায়, গত ২১ সেপ্টেম্বর মিমকে পরী লিখেছেন, ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমার সঙ্গে ডিরেক্টর (পরিচালক) কথা বলতে চায়। মেহেদী হাসিব নক দেবে তোমাকে। কথা বলে দেখ। জবাবে মিম লেখেন, হাসিব ভাইয়ার সঙ্গে তো পরিচয় আছে। আচ্ছা কথা বলে নিচ্ছি। এরপর তিনি পরীর উদ্দেশে লেখেন, এত সকালে কি কর? বাবু উঠে গেছে? জবাবে একটি স্যাড ইমোজি দিয়ে নিজের ভাব প্রকাশ করেন পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাব নির্বাচনে  শান্তি সভাপতি , উজ্জ্বল সম্পাদক

‘ঈদে চাল পাবে এক কোটি পরিবার’

খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসন প্রত্যাশী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আ.লীগের বিরুদ্ধে অভিযোগ বিএনপি‌র

সংস্কারের আগে জাতীয় নির্বাচন চায় না জামায়াত: গোলাম পরওয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিকল্প নেই: আলী রীয়াজ

প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা পেতে অ্যাপ চালু

বিএনপি আনুপাতিক হারে নির্বাচন সমর্থন করে না: মির্জা ফখরুল

শবে বরাতে নিষিদ্ধ আতশবাজি-পটকা