পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
ক্রীড়া ডেস্ক : ফর্মে নেই পাকিস্তানের উদ্বোধনী জুটির ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে এখনও হাসেনি তাদের ব্যাট। বাংলাদেশের ওপেনিংয়ে ফেরানো হয়েছে লিটন দাসকে। তবে নাজমুল শান্তর ব্যাট আবহাওয়ার মতোই। কখনও রোদ উঠে, পরক্ষণেই আবার বৃষ্টি নামে। যে বৃষ্টি আবার সহজে থামে না। টাইগারদের মিডল অর্ডারে নড়বড়ে অবস্থা হলেও ইফতিখার আহমেদরা আছেন ফর্মের তুঙ্গে। তবে উভয় দলের পেসাররা আবার দাপট দেখাচ্ছেন সমানতালে।
রবিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় টাইগারদের মোকাবেলা করতে নামবে পাকিস্তান। আগের দক্ষিণ আফ্রিকা যদি ডাচদের হারিয়ে ফেলে তবে দুই দলের লড়াইটা শুধুই আনুষ্ঠানিকতা। অঘটনের এই বিশ্বকাপে যদি ডাচরা ফের কোনো চমক দেখাতে পারে তবে দুই দলের সামনেই সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। এতে উভয় দলই তাদের সেরা একাদশ নিয়ে খেলতে নামবে।
বাঁচা মরার সেই ম্যাচে পাকিস্তানের একাদশে পরিবর্তনের শঙ্কা নেই। আগের ম্যাচেই তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাই শেষ ম্যাচের একাদশ নিয়েই নামতে পারে তারা। তাছাড়া ফর্মে না থাকলেও বাবর-রিজওয়ানকে নিয়েই একাদশ সাজানোর সম্ভাবনা বেশি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ১১ নাসিম শাহ।
টাইগারদের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগের ভারতের বিপক্ষে হারলেও লড়াই করেছে দল। তবে পেসার শরিফুল ইসলাম ছিলেন বেশ খরুচে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে তাকে বাদ দিয়েও একাদশ সাজাতে পারে। এক্ষেত্রে একাদশে আসতে পারেন পেসার এবাদত হোসেন। এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচই খেলা হয়নি তার। তবে পেসারের বদলে যদি স্পিনার খেলানো হয়, তাতে কপাল খুলতে পারে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা নাসুম আহমেদেরও।
গত ম্যাচে মিডল অর্ডার খুব ভুগিয়েছে টাইগারদের। সেক্ষেত্রে পরিবর্তন আনলে কপাল পুড়তে পারে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা ইয়াসির আলী চৌধুরী। তবে এসব পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।