মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাটট্রিকে আলো কাড়লেন লিটল

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আয়ারল্যান্ডের পেসার জোশ লিটল।

অ্যাডিলেডে টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের ১৯তম ওভারে পর পর তিন বলে উইকেট তুলে নেন লিটল। এর আগে আরব আমিরাতের স্পিনার কার্তিক মেইয়াপ্পন আসরে প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন।

হ্যাটট্রিকের পথে লিটলের প্রথম শিকার ছিলেন কেন উইলিয়ামসন। ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হন কিউই অধিনায়ক। তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হয় জেমস নিশমের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউ করেন লিটল।

সব মিলিয়ে ১৯ তম ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন এই বাঁ-হাতি। তার হ্যাটট্রিকের সুবাদেই কিউইদের স্কোর দুইশ পেরোয়নি।

৬ উইকেটে ১৮৫ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আয়ারল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন লিটল, সব মিলিয়ে ষষ্ঠ বোলার তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের কীর্তি অস্ট্রেলিয়ার ব্রেট লির, ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০২১ সালের আসর তিনটি হ্যাটট্রিক উপহার দেয়।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।

এবারের আসরে আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন। এবার সেই তালিকায় যোগ দিলেন লিটল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা ৪০তম হ্যাটট্রিক।