বাবা হলেন সংগীতশিল্পী কিশোর
বিনোদন প্রতিবেদক : মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী কিশোর দাস। আজ বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের বাবা হন এই সংগীত তারকা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন কিশোর।
তার ভাষ্য, ‘আজ বিকেলে আমি বাবা হয়েছি। মা ও মেয়ে দুজনেই ভালো আছে। প্রথম বাবা হলাম, আনন্দের ভাষাটা মুখে বলে বোঝানো যাবে না। শুভ দিনক্ষণ দেখে মেয়ের নাম রাখা হবে। সবাই আমার সন্তান ও পরিবারের জন্য আশীর্বাদ করবেন।’
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পা রাখেন কিশোর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভক্ত-শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। পেয়েছেন সম্মাননাও। ২০১৯ সালের নভেম্বরে পরিবারের পছন্দে স্নিগ্ধা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।