বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সোহানা সাবা। আগামীকাল বুধবার এই তারকার জন্মদিন। তবে বিশেষ এই দিনে দেশে থাকছেন না তিনি। আর জন্মদিনের প্রথম প্রহরে ঘনিষ্ঠজনদের নিয়ে থাকছে ঘরোয়া আয়োজন।

এদিকে সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। তারই অংশ হিসেবে এবারের জন্মদিন উপলক্ষে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। থাকবেন দুদিন। যাওয়ার আগে ভক্ত-দর্শকদের জন্য দিয়ে গেছেন বিশেষ বার্তা।

সোহানা সাবার বলেন, ‘কাল আমার জন্মদিন। জন্মদিন মানেই হল জীবনে আরেকটা বছর বাড়লো এবং জীবন থেকে একটা বছর কমলো। যখনই কথাগুলো ভাবি তখন জন্মদিনের আনন্দটা কেমন একটা অস্থিরতায় পরিণত হয়, মনে হয় কত কিছু করার ছিল- কত কিছু হবার ছিল! হাতে যেন সময় কম… সবকিছু করে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ পেছনে ফেলে আসা পথের দিকে তাকিয়ে অনেক সময় আফসোস করি। পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু নিজেকে গুছিয়ে সামনের দিকে এগোনোর সাহস আমার রয়েছে। তবে এটুকু বলতে পারি, সামনে কেউ আমাকে আমার ভালো মানুষি বা আমার নিজের তৈরি করা প্রাইভেসির কারণে মুখ ফুটে নিজের সঙ্গে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদগুলো না করার সুযোগ -আর কখনই নিতে পারবে না। আজ জন্মদিনে এরকম কত অগোছালো কথা মালা মাথার মধ্যে ঘুরছে।’

সবশেষ সাবা বলেন, ‘আর একটা কথা সবাইকে বলতে চাই- আমার জানা অথবা অজানাতে আমি যাদের যতটুকু কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। সত্যি মন থেকে বলছি। তবে সত্যিই একটা কথা আজ না বললেই নয়, সারা জীবন বিশ্বাস করেছি সিনেমার মতো মানুষের জীবনেও ভালো সঙ্গে ভালো এবং খারাপের সঙ্গে খারাপই হয় শেষে। দিনশেষে ভীষণ ভালো আছি এই কথাটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি বলতে পারি। সেজন্য আমি উপরে বসে সবকিছু দেখতে পারা এবং সর্বোচ্চ বিবেকবান আমাদের সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জীবন দেখার জন্য। যদি আমি পুনর্জন্ম বিশ্বাস করতাম তাহলে অবশ্যই চাইতাম এরকমই জীবন বারবার আমার হোক।’

 

এ জাতীয় আরও খবর

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র : লু

ঢাকা শহরে আগের তুলনায় ডেঙ্গু রোগী কম : মেয়র তাপস

পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের জনগণ : মির্জা ফখরুল

বাংলাদেশ সফরে আসার কারণ জানালেন ডোনাল্ড লু

নো হেলমেট, নো ফুয়েল: ওবায়দুল কাদের

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নিপুণের রিট

‘নামাজ-রোজা করতে দেখে দস্যুরা অত্যাচার কম করেছে’

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী