শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার শিশু কি চোখে কম দেখে?

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না, আমাদের শিশুসন্তান চোখে কম দেখছে কিনা। বেশির ভাগ মানুষই মনে করেন, চোখে কম দেখার সমস্যা শুধু বড়দের বেলায় হয়। আসলে তা নয়, ছোটরাও কম দেখে। অনেক সময় তারা যে চোখে কম দেখে, সেটি বোঝে না বা বলতেও পারে না। এ কারণে মা-বাবা কিংবা অভিভাবকদের দায়িত্ব হচ্ছে, তাঁর শিশু কম দেখছে কিনা, সেটি খেয়াল করা।

এ ক্ষেত্রে যে কোনো গাফিলতি ভবিষ্যতে আপনার শিশুসন্তানকে এমন সমস্যায় ফেলতে পারে, যা হয়তো আদৌ সমাধান করা যাবে না। এ কারণে আগে থেকেই সতর্ক হতে হবে।

কীভাবে বুঝবেন আপনার শিশুসন্তান কম দেখে–
নবজাতক বা শিশুর নেত্রস্বচ্ছ (কর্নিয়া) ঘোলা কিংবা চোখের ভেতরে অক্ষিতারা সাদা কিনা সেদিকে খেয়াল রাখুন।
একটু বড় হলে (৩-৪ বছর) খেয়াল করুন, আপনার সন্তান চোখ কুঁচকে বা পিটপিট করে দূরের কিছু দেখতে চাচ্ছে কিনা।
শিশু যদি বাসায় খুব কাছে গিয়ে টেলিভিশন দেখে কিংবা স্কুলে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না বলে অভিযোগ করে তাহলে সতর্ক হোন।
শিশু ঘাড় কাত করে, এক চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন।

শিশুর চোখ ট্যারা কিনা তা খেয়াল করুন। যে কোনো একটা চোখ কিংবা কখনও ডান চোখ, বাঁ চোখ পালা করে ট্যারা হচ্ছে কিনা লক্ষ্য রাখুন।
যদি শিশুর যে কোনো চোখের পাপড়ি ঝুলে পড়েছে বা মনে হচ্ছে সে ঘুমঘুম চোখে তাকাচ্ছে কিংবা কালো মণি প্রায় ঢেকে আছে, তাহলে সতর্ক হোন।
পারিবারিকভাবে মা-বাবা বেশি পাওয়ারের চশমা ব্যবহার করলে সন্তানের ব্যাপারে আগে থেকেই সতর্ক হোন।

শিশুর বেশিক্ষণ মোবাইল দেখা উচিত নয়। এতে তার চোখের ভেতরের রেটিনা পরিপূর্ণতা নাও পেতে পারে।
ঘন ঘন চোখের পলক ফেলা কিংবা নবজাতকের চোখের কালো অংশ (নেত্রস্বচ্ছ) অনেক বড় কিনা বা আলো সহ্য করতে পারছে কিনা, সেদিকে লক্ষ্য রাখুন।

উল্লিখিত লক্ষণ দেখা দিলে সতর্ক হোন এবং আপনার সন্তানের তিন-চার বছর বয়সের মধ্যে কমপক্ষে একবার চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করান। পাশাপাশি প্রশ্ন করে জেনে নিন, সে চোখে কম দেখে কিনা। তাহলে এই বয়সী শিশুর চোখে কম দেখা চক্ষু বিশেষজ্ঞের পক্ষে নির্ণয় করা অনেক সহজ হবে।

এ জাতীয় আরও খবর

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

গাজায় তিন দিনে নিহত ৭১০

হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্স, জার্মানির বিপক্ষে হারল ইতালি

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২