মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার প্রণয় ভার্মা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। অন্যদিকে, ঢাকা থেকে বিদায় নিয়ে দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রণয় ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম উইঅনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আসতে পারেন সুধাকর ডালেলা। তবে তাকে এখন ভুটানে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

অতীতে প্রণয় কুমার ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ভারতের পারমাণবিক কূটনীতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত শাখা পরমাণু শক্তি বিভাগের আন্তর্জাতিক সম্পর্কের মহাপরিচালকও ছিলেন তিনি। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে কাজ করেছেন।