মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাদের মন-মানসিকতা বদলাতে হবে’

news-image

বিনোদন প্রতিবেদক : গল্পটা পশ্চিমবঙ্গের কলকাতার। এর সঙ্গে জুড়ে আছে বাংলাদেশ। ভারতে জি-বাংলায় প্রচারিত ‘করুণাময়ী রাণী রাসমণি’র বাবু রাজচন্দ্র দাস। তিনি দুই বাংলার দর্শকদেরই মন জয় করে নিয়েছেন। কিন্তু শুরুতে অনেকেই জানতেন না, এই রাজচন্দ্র ওপারের নয়, বাংলাদেশের অভিনেতা গাজী আব্দুন নূর।

বিষয়টি প্রকাশ্যে আসে গত বছর। এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি’র বাবু রাজচন্দ্র দাসকে ওপার বাংলার অভিনেতা হিসেবেই জানতেন এই বাংলার দর্শকরা। তবে এখন অনেকেই তাকে জানেন ও চেনেন। আর যারা এখনো জানতে পারেননি, তারা তাকে দেখলেই আঁতকে ওঠেন। অনেকেই তো বলে ফেলেন, ‘আপনাকে “করুণাময়ী রাণী রাসমণি”র বাবু রাজচন্দ্র দাসের মতো দেখায়।’

কোনো উত্তর না দিয়ে মুখ লুকিয়ে হাসেন গাজী আব্দুন নূর। তার ভাষ্য, ‘এখন অনেকেই জানেন না আমি বাংলাদেশের ছেলে। আমার জন্ম বাগেরহাটে। তবে বেড়ে ওঠা যশোরে। সেক্ষেত্রে বলব, আমি যশোরের ছেলে। আর গোপালগঞ্জ হচ্ছে আমার নানাবাড়ি। কিন্তু আমি যখন কলকাতার সিরিয়ালে কাজ করি, তখন কিন্তু এ দেশের দর্শকরা ধরে নিয়েছিল, আমি ভারতের সন্তান।’

তিনি বলেন, ‘একটি বিষয় ছিল, সিরিয়ালের কাজের জন্য আমার শরীরের ওজনটা বাড়াতে হয়েছে। চরিত্রে প্রয়োজনে প্রায় ৯৭ কেজির মতো ওজন বাড়িয়েছিলাম। যখন এ দেশের দর্শকরা আমাকে দেখেন, তখন অনেকেই বলেন, “ভাই কবে এসেছেন। আমাদের বাসায় আসেন।” এমন অনেক নানা কথা। তখনো অনেকে জানত না আমি বাংলাদেশের মানুষ। আমি এই দেশের সন্তান—এটা মানুষ জেনেছে গত বছর, তা-ও নেগেটিভ একটি নিউজের সুবাদে। যাই হোক, এরপর দেশে আসার পর অনেকেই আমাকে দেখে বেশ সাধুবাদ জানিয়েছে, ছবি তুলেছে এবং নানা কথাও লিখেছে। তখন বিষয়টি বেশ ভালো লেগেছে।’

আব্দুন নূর আরও বলেন, ‘আরেকটা বিষয় খুব ভালো লেগেছে। যখন আমার ওজন কমে গিয়েছিল, তখন অনেকেই আমাকে দেখে বলছে, আপনি কিন্তু বাবু রাজচন্দ্র দাসের মতো দেখতে। যদিও সে একটু মোটা আর খাটো। এসব বিষয়গুলো দারুণ উপভোগ করেছি।’

বাংলাদেশের ছেলে হয়ে কলকাতা গিয়ে অভিনয় জীবন শুরু করলেন কেন? উত্তরে আব্দুন নূর বলেন, ‘আসলে অভিনয়ের ওপর পড়াশোনা করতেই সেখানে যাওয়া। এরপর মঞ্চের পেছনে কাজ করেছি বহুদিন। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের সেট ডিজাইন ও তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করেছি। একটা সময় মনে হয়েছে ক্যামেরার সামনে আসা দরকার। তখন মঞ্চে অভিনয় শুরু করি। এরপর একটা সময় টিভি অনুষ্ঠানে কাজ করার সুযোগ হয়। তখন ‘করুণাময়ী রাণী রাসমণি’র বাবু রাজচন্দ্র দাসের চরিত্রের জন্য আমি নির্বাচিত হই। এরপরের গল্পটা সবার জানা।’

বেশ কয়েক বছর ধরেই তো বাংলাদেশে আছেন। কাজও করেছেন কয়েকটি সিনেমায়। কিন্তু এখনো তেমন আলোচনায় পাওয়া যায়নি আপনাকে। তাহলে কী অভিনয় বা গল্পে কোথাও ঘাটতি আছে? উত্তরে এই অভিনেতা বলেন, ‘আমার প্রথম ছবি মুক্তি পায় ২০২০ সালে। ছবি মুক্তির পরপরই দেশে করোনার হানা। এ কারণে ছবিটি নিয়ে তেমন আলোচনা হয়নি। আর তখন সিনেমা হল থেকে শুরু করে সব কিছুই প্রায় বন্ধ ছিল। মানুষজনের ছবি দেখার মন মানসিকতাও ছিল না। এর মধ্যে আবার আরেকটি বিষয় আছে। ওখানে (কলকাতায়) কাজ দিয়ে পরিচয় হয়। কিন্তু এখানে তেমনটি হয় না। তবে নেগেটিভ কোনো সংবাদ প্রচার হলে, মিডিয়ায় প্রচার-প্রচারণাটা বেশি হয়। তখন পরিচয়ের পর্বটাও হয়ে যায়! যাই হোক, হাতে থাকা ছবিগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। প্রতিটি ছবির গল্প ও চরিত্র ভালো। আমি চেষ্টা করেছি, চরিত্রগুলো ফুটিয়ে তুলতে। এখন দেখা যাক, ছবিগুলো মুক্তির পর দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করে।’

হাতে কয়টি সিনেমার কাজ আছে, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘হাতে পাঁচটি সিনেমার কাজ আছে। এগুলোর মধ্যে আছে অরুনা বিশ্বাসের “অসম্ভব”, শাহনাজ কাকলীর “ফর্ম বাংলাদেশ”, আবদুস সামাদ খোকন “শ্রাবণ জোৎস্নায়” ইত্যাদি। এর মধ্যে প্রায় ছবির কাজই শেষ দিকে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে “পোস্ট মাস্টার” নামের একটি টেলিছবি আসছে ঈদে প্রচার হবে চ্যানেল আইতে। এ ছাড়া কিছু ছবির বিষয়ে কথা চলছে। এর মধ্যে আবার ওপার বাংলায় কাজ করারও বহু প্রস্তাব আসছে।’

দুই বাংলায় কাজ করার সুযোগ আছে। এখন কোন কোথায় নিয়মিত হবেন? দউত্তরে গাজী আব্দুন নূর বলেন, ‘আমি বাংলাদেশের মানুষ, তাই দেশের মাটিতেই থাকতে চাই। এরপর কলকাতায়। আমিও ঠিক সেভাবেই এগোচ্ছি, এখন দেখা যাক কী হয়। আমি এখানে একটি জিনিস বেশ খেয়াল করেছি, এখানে নেগেটিভ বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। তা ছাড়া আমরা আমাদের ছবিগুলোর মূল্যায়ণ কম করি। আপনি দেখবেন, দেশের একটি ছবি সিনেমা হলে মুক্তি পেলে দর্শক সঙ্কট অথচ হলিউডের একটি ছবি মুক্তি পেলে দর্শকের লম্বা লাইন। নিজেদের ছবি না দেখে, অনেকেই আবার নানা মন্তব্য করে বসে। আসলে আমাদের এই মন-মানসিকতা বদলাতে হবে। নিজেদের কাজগুলোকে প্রমোট করতে হবে। দেখবেন আড্ডায় ভালো কথার চেয়ে, নেতিবাচক কথাগুলো বেশি উঠে আসে। এসব থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমরা যদি আমাদের সংস্কৃতিকে বেশি বেশি প্রমোট করি, তাহলে ভালো ভালো গল্প বেরিয়ে আসবে। অনেকেই এই অঙ্গনের সঙ্গে তখন যুক্ত হবেন। কলকাতায় কিন্তু এই চর্চাটা বহুদিন আগে থেকে চলে আসছে। আর সে কারণে তারা এগিয়ে আছে।’