মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটে এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম দিলীপ কুমার মন্ডল। এ ঘটনায় ওই ছাত্রী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।

এরই মধ্যে ওই শিক্ষককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। ২০ মে’র মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শিক্ষক দিলীপ উপজেলার মাছুয়াখালি এলাকার বাসিন্দা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দিলীপের বিরুদ্ধে আরও ছয়জন ছাত্রী বিভিন্ন সময় একই অভিযোগ করেছে।

কমিটিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহ আলম মিয়াকে প্রধান করা হয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইসমত আরা বেগম, রতন কুমার চক্রবর্তী ও মো. কামাল পারভেজকে সদস্য করা হয়েছে।

ওই ছাত্রী জানায়, গত সোমবার তাকে শিক্ষকের বাসায় একা পড়তে যেতে বলেন ওই শিক্ষক। সে রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানায়। শাসনের নামে শিক্ষক তাকে নানাভাবে যৌন হয়রানি করেছে বলে জানায় এই ছাত্রী।

এদিকে, অভিযোগের পর থেকে শিক্ষক দিলীপ কুমার মন্ডল পালিয়ে বেড়াচ্ছেন। তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, প্রতিবেদন পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!

‘বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন’