মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জেমস একটা সংগীতের নাম’

news-image

তারেক আনন্দ
স্বরূপে ফিরেছেন সজল। স্টেজ, টিভি লাইভ, নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন

পাওয়ার ভয়েসের এই চ্যাম্পিয়ন গায়ক। সংগীতে তার বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হয়।

সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

সজল ‘ঘরে’ ফিরেছেন। কীভাবে এই বদলে যাওয়া?

বদলে যাওয়ার প্রধান কারণ গান। গান করতে গিয়ে আমি অনুভব করলাম যে, বর্তমানে শিল্পীরা যেভাবে অ্যাকটিভ, সেভাবে অ্যাকটিভ না থাকলে বাংলাদেশে কোনো শিল্পী নিজস্বতা ধরে রাখতে পারবে না। আর বদলে যাওয়ার দ্বিতীয় কারণ হলো আমার পরিবার।

মাঝে মাঝে দেখা যায়, স্ত্রী-কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যে সজলের বিপক্ষে এত এত অভিযোগ ছিল পরিবারসহ বাইরের মানুষের, সেই সজল এখন সামাজিক। কোন উপলব্ধি থেকে এমন হলো?

উপলব্ধি আমার দর্শক-শ্রোতা। আর আমার মেয়ে কায়নাত হাসান মান্হা। ওর বয়স দুই বছর দুই মাস। লক্ষ করলে দেখবেন আমার পরিবর্তনের বয়সও এক। এলোমেলো থাকার চেয়ে গোছানো জীবন, গান করার শান্তি অনেক।

এলোমেলো জীবনটার কথা মনে পড়লে এখন কেমন লাগে?

আবেগতাড়িত হই। এবং সেটা খুবই অনুভব করি। সেটাও আমার জীবনের একটা পার্ট।

সবকিছুই পজিটিভ।

এবার দেখা গেল স্টেজে ব্যাপক উপস্থিতি। সামাল দিতে হিমশিম খেতে হয় না?

এবার সামাল দিতে হিমশিম খেয়েছি। করোনার দীর্ঘ বিরতির পর বাংলাদেশ মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীতে মেতে ছিল। সঙ্গে ছিলাম আমরা। আবার ঈদের পর স্টেজ নিয়ে ব্যস্ত সময় পার করব।

গুরু জেমসের গান অনেকেই পরিবেশন করে থাকেন। তার মধ্যে আপনি অন্যতম। নিজের সিগনেচার তৈরির ব্যাপারে কি ভাবনা হয় না?

জেমস একটা সংগীতের নাম। লালনগীতি, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত অনেকেই করে থাকেন। আমি জেমসসংগীতেই থাকব। সেখানেই সিগনেচার খুঁজে পাওয়া যাবে।

আপনি জেমসের গান গেয়ে যাচ্ছেন- এটাকে তিনি কীভাবে দেখেন?

আমরা এক সঙ্গে আমেরিকা সফর করেছি। এটা আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা। গুরু আমাকে অত্যন্ত পছন্দ করেন। মাঝে মাঝে কথা হয়।

ঈদে নতুন গান আসছে। সেই গান সম্পর্কে জানতে চাই।

গানটি প্রকাশ হচ্ছে আমার ব্যান্ডদল ‘লায়ন্স’ থেকে। ‘আমি কেউ না’ শিরোনামের এ গানটি ১০ বছর আগে সুর করেছিলাম। গানের কথা লিখেছেন অনিক ও আমি। সব সময় নতুন গান করে আসছি। অনেকেই গান গাওয়াচ্ছেন। এখন থেকে ব্যান্ড নিয়েও নিয়মিত গান প্রকাশ করব।

সজলের গান মানেই ভিন্ন চিন্তা। এটিও কি তেমন?

চেষ্টা তেমনটাই। জীবনের গান। আশা করি ভালো লাগবে। সবাইকে শুনবার আমন্ত্রণ। ঈদ মোবারক।