মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার জন্য সাংবাদিক মহিউদ্দিনকে সীমান্তে ডেকে নেওয়া হয়

news-image

সাইয়িদ মাহমুদ পারভেজ,কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে মাদককারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা শংকুচাইলে বুধবার রাতে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন নাঈম স্থানীয় একটি পত্রিকাসহ আনন্দ টিভিতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আর মাদককারবারিদের কাছে তিনি ছিলেন ‘পথের কাঁটা’। তাই ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকা- বলে দাবি নিহতের পরিবার ও এলাকাবাসীর। নিজেদের পথ পরিষ্কার করতেই এই সংবাদকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।

সাংবাদিক মহিউদ্দিন নাঈমের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে। তবে সপরিবারে কুমিল্লার সেনানিবাস এলাকায় বসবাস করতেন তারা। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকার। এ হত্যাকা-ের ঘটনায় বৃহস্পতিবার বিকালে মহিউদ্দিনের মা নাজমা

আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাদককারবারি মো. রাজুসহ তিনজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল পর্যন্ত এ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- এজাহারনামীয় আসামি ফরহাদ মৃধা মনির ও পলাশ মিয়া এবং নূরু মিয়া ও সুজন। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করতে চাই না। সবার সহযোগিতা পেলে দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

জানা গেছে, মাদককারবারিদের সঙ্গে মহিউদ্দিন সরকার নাঈমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুড়িচং উপজেলার শীর্ষ মাদককারবারি রাজুর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দেন এবং সীমান্ত এলাকায় বেশকিছু মাদকের চালান ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করেন তিনি। সব মিলিয়ে সীমান্ত সন্ত্রাসীদের কাছে এই সাংবাদিক হয়ে ওঠেন আতঙ্ক। পাঁচদিন আগেই মহিউদ্দিন সরকার (নাঈম সরকার) তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন- ‘কুমিল্লার সীমান্ত সংলগ্ন এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদককারবারিদের দৌরাত্ম্য। তালিকাভুক্ত ও চিহ্নিতদের সঙ্গে যোগ হয়েছে নতুন মাদককারবারি। এদের মধ্যে অন্যতম হলো রাজু, যাকে সবাই চেনে বিজিবি গোয়েন্দা সদস্য হিসেবে।’ আর সেই স্ট্যাটাসই কাল হয়। এ নিয়ে ক্ষুব্ধ রাজু তাকে থাপ্পড়ও দেয় বলে অভিযোগ। সেই সঙ্গে ‘পথের কাঁটা’কে একেবারেই সরিয়ে দিতে সাংবাদিক মহিউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

সহকর্মীরা বলছেন, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন সাংবাদিক মহিউদ্দিন নাঈম। সীমান্তে মাদকবিরোধী বিভিন্ন অভিযানের অন্যতম সোর্সও ছিলেন তিনি। গত ছয় মাসে মাদকের অন্তত ১০টি বড় চালান ধরিয়ে দিতে ভূমিকা রাখেন। এ কারণে মাদককারবারিদের টার্গেটে পরিণত হন। এক সময় মাদককারবারিরা ঘোষণা দেয়- মহিউদ্দিনকে পেলেই মেরে ফেলা হবে।

ঘটনার সময় মহিউদ্দিনের সঙ্গে সীমান্তে গিয়েছিলেন তার বন্ধু পলাশ। ঘটনার এই প্রত্যক্ষদর্শী বলেন, ‘মাদকের একটি বড় চালান দেশে ঢুকবে- এমন খবর পেয়ে আমি ও মহিউদ্দিন ভাই হায়দ্রাবাদনগর গ্রামে যাই। সেখানে পৌঁছার এক মিনিটের মধ্যেই অন্তত ৩০ জনের একটি দল আমাদের ঘেরাও করে ফেলে। এ সময় মাদককারবারি রাজু কোনো কথা না বলেই তার কোমর থেকে পিস্তল বের করে মহিউদ্দিন ভাইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ভাই মাটিয়ে লুটিয়ে পড়েন। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এই ফাঁকে আমি কোনোরকমে পালিয়ে আসি।’

একটি সূত্র জানায়, বুড়িচংয়ের সীমান্তবর্তী গ্রাম হায়দ্রাবাদে পরিবকল্পিতভাবেই মহিউদ্দিনকে খবর দিয়ে নিয়ে যায় মাদককারবারিরা। এমন একটি অজ্ঞাত যুবকের ভয়েজ রেকর্ডও পাওয়া গেছে। তাতে শোনা যায়, জনৈক যুবক মহিউদ্দিনকে সীমান্তে নিয়ে যেতে বলে। মাদককারবারি রাজুর নাম উল্লেখ করে বলা হয়, রাজুর হাইয়েস মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল মাদক নিতে এসেছে। এ সময় গেলে হাতেনাতে রাজুকে মাদকের চালানসহ পাওয়া যাবে। তাই ধারণা করা হচ্ছে, ওই খবরের পরই মহিউদ্দিন সীমান্ত এলাকায় যায়। ওই সীমান্তের বাংলাদেশ অংশ হায়দ্রাবাদ আর ভারতীয় অংশের নাম নগর। দুই এলাকাই লাগোয়া গ্রামের মতো। নগর গ্রামে রাজুর বহু অত্মীয়স্বজন রয়েছে। তাদের সবাই মাদক ও চোরাকারবারি। এর মধ্যে হেলাল নামে নগর গ্রামের এক বড় মাদককারবারি রয়েছে। সেই রাজুর বড় এজেন্ট।

মহিউদ্দিনের আরেক বন্ধু বলেন, জনৈক ব্যক্তি সীমান্তে ডেকে নেওয়ার পরই মাদককারবারিদের সঙ্গে মহিউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদককারবারি রাজু ও জুয়েল পিস্তল দিয়ে তাকে গুলি করে। এ সময় তাদের আরও কয়েকজন সঙ্গী লোহার রড দিয়ে মহিউদ্দিনকে মারধর করে পালিয়ে যায়। পরে বিজিবির শংকুচাইল ক্যাম্পের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার আগেই মহিউদ্দিন মারা যান। খবর পেয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

এ বিষয়ে বিজিবির শংকুচাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক মহিউদ্দিন সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বিজির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’ মহিউদ্দিনের বাবা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকার বলেন, ‘আমার ছেলে মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে ছিল। তাই তাকে মেরে ফেলা হয়েছে। তারা পরিকল্পিতভাবে এই হত্যাকা- করেছে। এখন আমরাও আতঙ্কিত। তারা কখন আমাদের মেরে ফেলে কে জানে।’

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন মারা গেছেন। সুরতহালে দেখা গেছে, তার বুকে ছয়টি গুলি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুপুরে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। পরে সেখানেই মরদেহ দাফন করা হয়।’ জানতে চাইলে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘নিহত মহিউদ্দিনের মা তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। একই সঙ্গে এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

এদিকে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাব। দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নগরীর পূবালী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় মাদককারবারিদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নির্মমভাবে খুন হন। ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক প্রমুখ।