মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এগিয়ে মেয়েরা

news-image

নিউজ ডেস্ক : ২০২১ সালের প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহ বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩১ হাজার ৭৮৫ জন এবং পাসের হার ৯৫ দশমিক ৪১। ছাত্রী রয়েছে ৩৪ হাজার ৪৬৫ জন এবং পাসের হার ৯৬ দশমিক ৯৫। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৬৪ জন ছাত্র এবং ৪ হাজার ১২৩ জন ছাত্রী।

পাসের হারে এগিয়ে নেত্রকোনা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়াও জামালপুর ৯৫ দশমিক ৯৬, ময়মনসিংহ ৯৫ দশমিক ৭০ এবং শেরপুর ৯৪ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

চার জেলার মোট ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে ২৯টি। এছাড়া একজনও কৃতকার্য হয়নি এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।