বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় ৭ তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ স্কুলছাত্রের মৃত্যু!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরের একটি বাসার ৭ তলা থেকে লাফিয়ে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম-ফারহান ইসলাম ফুয়াদ (১৪)। সে উত্তরা মাইলস্টোন স্কুলের ইংরেজি বিভাগের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, ফুয়াদ উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩১ নম্বর বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতো। তার বাবা তিন মাস আগে মারা গেছেন।

নিহতের মা নীপা জানান, ফুয়াদের বাবা শওকত জীবিত থাকা অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিভিন্ন সময় নিজেই তার হাত-পা ব্লেড দিয়ে কাটাকাটি করতো। এসব নিয়ে তার বন্ধুদের কাছেও হতাশা প্রকাশ করতো।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে ফুয়াদ ওয়াশরুমে যাবে বলে তার রুম থেকে বের হয়। কিছুক্ষণ পরে তিনি শুনতে পান, ভবনের ৭ তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহের বিভিন্ন জায়গায় পুরাতন কাটা ও জখমের দাগ রয়েছে। তবে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত দেখা যায়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

 

এ জাতীয় আরও খবর

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া