মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটির বিপক্ষে মেসিকে পেতে আশাবাদী পচেত্তিনো

news-image

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেনিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। কারণ মাত্রই অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। তবে সিটির বিপক্ষে মেসিকে পাবেন বলে আশাবাদী পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।

গত সপ্তাহে লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়। পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেদিনই প্রথম খেলতে নেমেছিলেন মেসি।

২-১ গোলে জেতা ম্যাচটায় মেসি একপর্যায়ে তুলে নিয়েছিলেন কোচ পচেত্তিনো। পরে এক বিবৃতিতে মেসির চোটের কথা জানিয়েছিল ক্লাবটি।

এক সপ্তাহ পর রবিবার অনুশীলনে ফেরেন মেসি। সিটির বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বললেন, ‘আমরা শুরুর একাদশ মঙ্গলবার নিশ্চিত করব। আমি মনে করি, আগামীকাল সে (মেসি) দলে থাকবে।’

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির হয়ে তিন ম্যাচ খেলেছেন মেসি। তবে এখনো গোল পাননি।

পচেত্তিনো জানালেন তিনি এ নিয়ে উদ্বিগ্ন নন। বলেন, ‘সে বার্সেলোনায় ২০ বছর কাটিয়েছে, এটা স্বাভাবিক সেটা তার নিজের বাড়ির মত হয়ে গিয়েছিল। আর এখানে তার জন্য সবকিছুই নতুন। সে খুব বেশি দিন আগে পিএসজিতে আসেনি।’

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে পিএসজি ও সিটি ম্যাচটি।