মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যখন বৃদ্ধ হব তখন গানগুলো শুনব

news-image
কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই
কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই
ছবি: সংগৃহীত

কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বা টিএসসিতে একা পেলেই বন্ধুরা গান শোনানোর বায়না ধরত। এই বন্ধু ও কিছু পরিচিতজনদের কথায় বাধ্য হয়ে দুই বছর আগে গাইতে রাজি হন। এত দিন পরে কেন রিলিজ দিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এত গুণী শিল্পী সেখানে আমার গান কীভাবে শ্রোতারা নেবেন, সেটা নিয়েই ভয়ে ছিলাম। গানটি রেকর্ডিং করার পরে পরিচিত অনেকেই প্রশংসা করায় রিলিজ দিতে সাহস পাচ্ছি। নেগেটিভ–পজিটিভ কী সমালোচনা আসে, সেটা নিয়েই চিন্তিত।’

‘তোমায় ঘিরে সব’ শিরোনামের গানটি আজ জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে
ছবি: সংগৃহীত

তাঁর পছন্দের সংগীতশিল্পী তালিকায় আছেন লতা মঙ্গেশকর, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, কিশোর কুমার, শাকিলা জাফর। তাঁদের গান নিয়মিত শোনেন। অনেক আগে থেকে তাঁর পছন্দের শিল্পীদের গান মুখস্থ। তিনি বলেন, ‘আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনে সুর গলায় তুলতে পারতাম।। তখন মনে হতো, ইশ্‌ যদি রুনা লায়লা ম্যাডামের মতো গলাটা পেতাম। তাহলে আর কিছুই চাওয়ার থাকত না। বিশেষ করে রুনা লায়লা ও কিশোর কুমারের গান শুনে আমি অন্য দুনিয়ায় চলে যাই। গান নিয়ে এখন খুব বেশি আগ্রহ নেই। নিজের জন্যই কিছু গান করতে চাই।’

আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনেই হুবহু গাইতে পারতাম

আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনেই হুবহু গাইতে পারতাম
ছবি: সংগৃহীত

অভিনয় নিয়েই তাঁর ব্যস্ততা। এবার ঈদে মেডেল, জল্লাদ, সরিসহ একাধিক নাটক এবং শর্টফিল্ম মুক্তি পেয়েছে। এই অভিনয়ে আসার নাকি তাঁর কোনো পূর্বপরিকল্পনাই ছিল না। তিনি বলেন, আমার স্বামী (মোশাররফ করিম) নিয়মিত অভিনয় করতেন। তাঁকে নিয়মিত অভিনয়ে দেখতাম। বিভিন্ন শুটিং ইউনিটে যেতাম। আর আগে থেকে কালচারাল সেক্টরে কাজ করার ইচ্ছা ছিলো যেহেতু গান করতাম।। তখন অভিনয়ের প্রতি আমার একধরনের আগ্রহ জন্মাচ্ছিল। অনেকেই অভিনয়ের অনুরোধ করত। এভাবেই শুরু।’

‘তোমায় ঘিরে সব’ শিরোনামের গানটি আজ জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। তার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান। গানটি লিখেছেন স্নেহাশিস ঘোষ। মিউজিক করেছেন শেখ রেজোয়ান। মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মোশাররফ করিম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা।

রোবেনা রেজার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান

রোবেনা রেজার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান
ছবি: সংগৃহীত