শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁদে পড়া বাদী-মনির সরকার

news-image

আমি হলাম বাদী,

তাই নিরবে নিবৃত্তে কাঁদি

আমি সর্বদা সব জানি

যদিও আমলে নিয়েছি তোমাদের সব বানী!

হামলা,মামলার ভয়, এখন কিভাবে কি করবো জয়!

রাত নিশীতে কফি আড্ডায় শরবত,আম,আর ডিম।

এ জাতীয় সুষম খাবার খাওয়াবে কি দৈনন্দিন!

সারা বাড়ীতে আছেন আমার অনেক গুনিজন,

ফাঁদে কিন্তু পড়েছি আমরা গুটি কয়েকজন!

আমার জীবনের সূচনা লগ্নে করেছি কি মহৎ কাজ?

তাইবুঝি তোমরা সবাই মিলে দিয়েছো আমায় বাঁশ!

কপালের লিখন না যায় খন্ডন, এ সত্য কখনো হয়না যে বন্টন!

বিশৃঙ্খলাতে আছি মোরা তিনজন,বুঝে না বুঝে পাশে আছে কিছু আপনজন!

নাই খতিয়ান, নাইরে জমি বসত ভিটে ছাড়া আমার আছে কি আর বাহাদুরি!

তোমরা যারা ছিলে মোর আপন মাথার উপরের ছাদ,

এখন বুঝি তোমরাই হলে সর্বনাশার ফাঁদ।

এ জাতীয় আরও খবর