মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

news-image

অনলাইন ডেস্ক : বরগুনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, পৌরসভা, সিভিল সার্জন, এলজিইডি, প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, সাংবাদিক ইউনিয়নসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, উন্নয়ন সহযোগী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তবে করোনা মহামারির মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। খুব কম সংখ্যক ব্যক্তির মুখে মাস্ক দেখা গেছে।

জেলার পাঁচটি উপজেলায়ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রচনা আবৃতি, দেশাত্মবোধক সংগীত, আলোচনা সভা ও কোরআন পাঠের আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন