মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিসি টিভির ফুটেজ দেখে ভাড়াটিয়া ডাকাত গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে শহরের কাউতুলির এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতার পর এবার ভাড়াটিয়া ডাকাত জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের নুসু মিয়ার ছেলে আমির হোসেন কে  গ্রফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,( ৩১) জানুয়ারি রোববার রাতে পৌরএলাকার কলেজপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।এক লক্ষ টাকা চুক্তিতে ভাড়া করেছিল এই ডাকাতির মূল হুতা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি(অপারেশন) ইশতিয়াক আহমেদ বলেন,সিসি টিভির ফুটেজ দেখে তাকে আটক করা হয়ে। বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি সে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য,গত (৯ ডিসেম্বর) বুধবার  দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত জেলা শহরের কাউতলী এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির সবাইকে জিম্মি করে ২২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি নিয়ে যায় তারা।