মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার উৎস অনুসন্ধানে তদন্ত দলকে চীন ঢুকতে দিচ্ছে না

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনে ঢুকতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল।

এ ঘটনায় খুবই হতাশ হয়েছেন ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। খবর দ্য গার্ডিয়ানের।

চীন বলছে, ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের সদস্যদের ভিসা এখন পর্যন্ত অনুমোদন পায়নি। তাই তারা সে দেশে আসতে পারছেন না।

তবে চীনের উহানে যাওয়ার উদ্দেশে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য ইতিমধ্যে তাদের যাত্রা শুরু করে দিয়েছেন।

ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে না দেয়ার ঘটনায় সংস্থাটির মহাপরিচালক হতাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি চীনকে ডব্লিউএইচওর দলটিকে সে দেশে ঢোকার অনুমতি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।