মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে বুধবার দিবাগত রাত ১২টার দিতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এ সময় কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হওয়ায় মাঝ নদীতে চারটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহনের চালকেরা। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। ৯ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটেই শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এতে যাত্রী, যানবাহন শ্রমিক সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।