মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো মাস্কহীন গ্যালারিতে, অতঃপর…(ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : দলে থাকলেও পায়ের আঙুলে সংক্রমণের কারণে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাস্ক পরা ছাড়াই গ্যালারিতে থেকে ম্যাচটি দেখছিলেন। বিষয়টি একজন মনে করিয়ে দেওয়ার পর মুখ ঢাকলেন তিনি!

নিজেদের মাঠে শনিবার রাতে উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।

ম্যাচ চলাকালে ভিডিও ফুটেজে দেখা যায়, গ্যালারিতে বসে খেলা দেখা রোনালদোর মুখে মাস্ক নেই। বিষয়টি নজরে আসলে তা ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে কাছে গিয়ে মনে করিয়ে দেন স্টেডিয়ামের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে মাস্ক পরেন রোনালদো।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী ডাগআউট ও গ্যালারিতে থাকা সবার মাস্ক পরা বাধ্যতামূলক।

পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, সুইডেনের বিপক্ষে। ওই ম্যাচে রোনালদোকে দেখা যেতে পারে বলে আভাস দিলেন পর্তুগাল কোচ ফের্নান্দোস সান্তোস।